বিজেপি-তৃণমূলকে পরাস্ত করতে জোটে থাকছে আব্বাসও- স্পষ্ট করলেন মহম্মদ সেলিম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২১ লড়াইয়ে তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করতে শরীক বাড়াছে বাম-কংগ্রেস। জোটের অংশ হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। শনিবার সেই কথা একেবারে স্পষ্ট করলেন সিপি(আই)এমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। ফ্যাসিস্ট বিজেপি এবং দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একসঙ্গে লড়বে বলে জানিয়েছেন তিনি।
শনিবার পাণ্ডুয়া হাটতলা থেকে মেলাতলা অবধি মিছিল করে বামেরা। মিছিলের পর বাম নেতা মহম্মদ সেলিম বলেন, বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একসঙ্গে লড়বে। যদিও এবিষয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন তিনি।
যদিও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য কতগুলি আসন বরাদ্দ করা হয়েছে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি। রাজ্যের মধ্যে বৃহত্তম ঐক্য গঠন করে ফ্যাসিস্ট বিজেপি এবং দুর্নীতিবাজ তৃণমূলের সঙ্গে লড়ব আমরা। স্পষ্ট বক্তব্য সিপি(আই)এম নেতার।
নীলবাড়ি দখলের মহড়া শুরু, চলতি মাসেই বাংলায় বিজেপির তিন মুর্তি
এখনও অবধি কয়েক দফার বৈঠকে নির্বাচনী আসন নিয়ে বোঝাপড়ায় ২৩০ টি আসন নিয়ে আলোচনা করেছে বাম কংগ্রেস। তবে কিছু আসন পরস্পরের মধ্যে বদল হতে পারে। এবারের নির্বাচনে ১২ টি আসনে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে সিপিআই(এমএল)।
চলতি মাসের মাঝামাঝির মধ্যে বাকি ৬৪ টি আসন নিয়ে আলোচনা শেষ করে ফেলতে চাইছে দুই পক্ষ। সূত্রের খবর, মহাজোটে ৪০ আসন লড়াই করার কথা জানিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নতুন দলের দাবী মেনে নেবে উভয় পক্ষের নেতৃত্বরা? সেটাই এখন দেখার।
দু’পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আসন সংখ্যা মেনে নিলেই তবেই জোট টিকবে বলে জানিয়েছেন আব্বাস সিদ্দিকি