৫ দিনের উত্তরবঙ্গ সফরে অভিষেক, নজরে আজ শিলিগুড়ি

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ ৫ দিনের উত্তরবঙ্গ সফরে আজ শিলিগুড়িতে আসছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি।

জানা গিয়েছে, আজ শিলিগুড়িতে পৌঁছে বিকেলে উত্তরকন্যায় দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই ৫ দিনের সফরে বেশ কয়েকটি জেলায় দলীয় কর্মসূচি ও কর্মী সম্মেলনে যোগ দেবেন এমনটাই জানা গিয়েছে।

অভিষেক ব্যানার্জির এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। পুলিশ প্রশাসনের তরফেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক ব্যানার্জিকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হয়েছে।

পাশাপাশি চা বাগান এলাকা নিয়েও বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, পাহাড়ে বিমল গুরুং এবং বিনয় তামাং গোষ্ঠীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করতে পারেন তিনি।

প্রসঙ্গত, মাসকয়েক আগে প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে দলীয় বৈঠক করেছিলেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-attack-bjp-leader-shuvendu-adhikari/

শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিন যুব নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দল ছেড়েছেন দশরথ তিরকে, মিহির গোস্বামীরা। এই আবহে উত্তরবঙ্গের সংগঠনে বিশেষ নজর দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর এবার উত্তরে অভিষেক।

বিশেষ সূত্রে খবর, জানুয়ারির প্রথমেই শুভেন্দু অধিকারী জঙ্গলমহল, দক্ষিণবঙ্গে জেলা সফর করবেন। তার পরে তিনি উত্তরবঙ্গে যাবেন। উত্তরের জেলাগুলিতে শুভেন্দু-অনুগামীরা দল ছাড়তে পারেন। তাঁদের সঙ্গে শুভেন্দু যোগাযোগ রাখছেন।

সম্পর্কিত পোস্ট