উত্তরবঙ্গ তুলে ধরল এক অন্য অভিষেককে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যাচ্ছিলেন দলীয় সভায় যোগ দিতে। সেই মতো শিলিগুড়ি থেকে রওনাও দেন। গন্তব্য ধুপগুড়ির ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা। সব ঠিক চলছিল। হঠাৎই ৩০ কিলোমিটার আগে দোমোহনি হাটের কাছে গাড়ি থামিয়ে নেমে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মানুষজনের অভাব অভিযোগ শুনে সটান ফোন করেন জেলা পরিষদের সভাধিপতিকে।
তারপর কাজ না হওয়ার জন্য মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিলেন প্রতিশ্রুতি দিলেন দেড় মাস পর ঠিক করে কাজ হল কিনা তা দেখার জন্য তিনি আবার দোমোহনি আসবেন! এই একটি ঘটনা বাজার চলতি বিরোধীদের যাবতীয় অপপ্রচারকে ধুলিস্যাৎ করে দিয়েছে। এদিন এক অন্য অভিষেকের সঙ্গে পরিচয় হল বঙ্গবাসীর।
মুসলিমরা দেশের ১৫ শতাংশ হয়েও কেন্দ্রের মন্ত্রিসভায় নেই, শূন্য ১৬ টি রাজ্যেও
যেমন ভাবা তেমন কাজ। মঙ্গলবার বেলায় দোমোহনি হাটে সকলের মাঝে দাঁড়িয়ে সোজা ফোন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে। মানুষের স্বার্থে নিজের দলের লোকজনকেও যে রেয়াত করবেন না তা স্পষ্ট বুঝিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন কাজ হয়নি তা নিয়ে উত্তরা বর্মনের কাছে কৈফিয়তও চান। সেখানেই নির্দেশ দেন দেড় মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে।
উত্তরবঙ্গকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ উঠেছে বারেবারে। কিন্তু এদিনের ঘটনা প্রমাণ করল উত্তরবঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা কাছের! তাঁকে নিয়ে বিরোধীদের যাবতীয় অপপ্রচার এই এক ঘটনাতেই ধূলিসাৎ হয়ে গেল বলে তৃণমূলের দাবি।