রাজনৈতিক বৈরীতা বিবেক নাশ করে! অভিষেকের চিকিৎসা নিয়ে প্রশ্ন তার‌ই উদাহরণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অসুস্থের চিকিৎসা রাজনীতির ইস্যু না হ‌ওয়াই কাম্য। কিন্তু রাজনীতির প্রতিনিয়ত কুটকাচালিতে মেতে থাকতে থাকতে বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা এই সীমারেখাটা আজকাল সহজেই পার করে ফেলে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর চোখের চিকিৎসা করতে আমেরিকায় গেলে সেই অসুস্থ অবস্থার ছবি পোস্ট করে নানান বিরূপ ও তীর্যক মন্তব্য শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

দুর্ঘটনায় আঘাত পাওয়ার চোখে যে চিকিৎসা করার জন্য অভিষেক আমেরিকায় গিয়েছেন তা বেশ জটিল বলেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও রাজ্যের চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন আজকাল কলকাতার বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতালে আকছাড় এই ধরনের অস্ত্রোপচার হচ্ছে।

কিন্তু বিতর্কটা ঠিক এখানে ঘটেনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা না করিয়ে আমেরিকায় ছুটলেন, তা নিয়েই প্রশ্ন তুলেছে বাম ও বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। এই প্রশ্ন তুলতে গিয়ে বহু ক্ষেত্রেই তাঁরা শালীনতার সীমারেখা পার করে গিয়েছেন।

পুলিশ ‘অ্যাকশনের’ মধ্যেই হাইকোর্টের দ্বারস্থ টেট আন্দোলনকারীরা, আজ‌ই শুনানির সম্ভাবনা

কিন্তু চিকিৎসার জন্য একা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ পাড়ি দিয়েছেন ব্যাপারটা এমন নয়। বাম শিবিরের পিনারাই বিজয়ন, সদ্যপ্রয়াত কোডিয়ারি বালাকৃষ্ণান বা বিজেপির অরুণ জেটলি অথবা কংগ্রেসের সোনিয়া গান্ধির মতো নেতারা নানান সময় চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমিয়েছিলেন। মাথায় রাখতে হবে তাঁদের অসুখের চিকিৎসা‌ও কিন্তু ভারতে করা সম্ভব ছিল।

তবে রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে নিজের দলের উদাহরণের কথা বেমালম ভুলে গিয়ে বাম ও বিজেপি সমর্থকরা নানান বক্রক্তিতে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। অভিষেকের চিকিৎসা নিয়ে শুধু যে বিরোধীরা ফায়দা তুলতে চেয়েছে এমন নয়।

নিজের দল তৃণমূল কংগ্রেসও তাঁর অসুস্থতাকে হাতিয়ার করেছে। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রথম অসুস্থ অভিষেকের ছবি ট্যুইট করে তা সর্বসমক্ষে নিয়ে আসেন। পরে কুণাল ঘোষ সেটিকে আরও ছড়িয়ে দেন।

একজন অসুস্থের চিকিৎসা নিয়ে তির্যক প্রশ্ন তোলা যেমন কাম্য নয়, তেমনই অসুস্থ অবস্থার ছবি ছড়িয়ে দিয়ে সহানুভূতি আদায় করাটাও সমর্থনযোগ্য নয়। সব মিলিয়ে অভিষেকের চিকিৎসা পর্ব আরও একবার দেখিয়ে দিল রাজনীতির জল দিনে দিনে কেমন দুর্গন্ধযুক্ত হয়ে উঠছে।

সম্পর্কিত পোস্ট