সংগঠন মজবুত করতে উত্তরবঙ্গে অভিষেক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় সফর সেরে ফিরে আসার পর এবার যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোট কুশলী প্রশান্ত কিশোর ।

দলের সংগঠন এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিতে নতুন বছরের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গ যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর।

দলীয় সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ জানুয়ারি অভিষেক এবং পিকে শিলিগুড়ি যাচ্ছেন। ওখানেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির দলীয় নেতাদের ডেকে পাঠিয়ে তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক-পিকে।

পাশাপাশি চা বাগান এলাকা নিয়েও বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, পাহাড়ে বিমল গুরুং এবং বিনয় তামাং গোষ্ঠীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করতে পারেন প্রশান্ত কিশোর। প্রসঙ্গত, মাসকয়েক আগে এই দু’জনই শিলিগুড়িতে দলীয় বৈঠক করেছিলেন।

শুভেন্দু অধিকারী সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার স্থানীয় নেতাদের তৃণমূল ছাড়ার খবর মিলেছে। শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিন যুব নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দল ছেড়েছেন দশরথ তিরকে, মিহির গোস্বামীরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/trinomul-new-project-duyare-sarkar-new-project-is-duyare-taraka/

এই আবহে উত্তরবঙ্গের সংগঠনে বিশেষ নজর দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর এবার উত্তরে যাচ্ছেন অভিষেক-পিকে।

তৃণমূল সূত্রের খবর, জানুয়ারির প্রথমেই শুভেন্দু অধিকারী জঙ্গলমহল, দক্ষিণবঙ্গে জেলা সফর করবেন। তার পরে তিনি উত্তরবঙ্গে যাবেন। উত্তরেগুলিতে শুভেন্দু-অনুগামীরা দল ছাড়তে পারেন। তাঁদের সঙ্গে শুভেন্দু যোগাযোগ রাখছেন।

জেলা সফরে গিয়ে প্রতি জেলায় আলাদা আলাদাভাবে যোগদান কর্মসূচি হবে বলে খবর। সেই পরিস্থিতি ঠেকিয়ে দলকে সুসংহত রাখতেই অভিষেক- পিকে’র উত্তরবঙ্গ সফর বলে দলীয়সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে জানা গিয়েছে, কিছু জায়গায় দায়িত্ব পরিবর্তনও তাঁরা করতে পারেন।

সম্পর্কিত পোস্ট