সুন্দরবনের দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইয়াশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসিরহাট মহকুমার সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ সহ ছটি ব্লক। ১৩০টি জায়গায় নদী বাঁধের ক্ষতি হয়েছে।

৪৫ হাজার হেক্টর জমির কৃষি ফসল নষ্ট হয়েছে। প্রায় লক্ষাধিক মেছোঘেরির মাছ নষ্ট হয়েছে। লক্ষাধিক মাটির কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে সময় যত যাচ্ছে ক্ষতির পরিমাণ তত বাড়ছে।

বুধবার রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন। প্রথমে সন্দেশখালির ধামাখালি মাঠে হেলিকপ্টারে আসবেন।

সেখান থেকে লঞ্চে করে নদীপথে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ পরিদর্শন করবেন। পাশাপাশি বেশ কয়েকটি জলবন্দি দুর্গত এলাকায় গিয়ে দুর্গতদের তিনি নিজে হাতে ত্রাণ বিলি করার পরিকল্পনা রয়েছে।

বুধবার পরীক্ষার সুচি ঘোষণা বাতিল

 তারপর তিনি আকাশপথে দক্ষিণ ২৪ পরগণায় চলে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার আগে তার শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি চলছে। মঙ্গলবার জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা ধামাখালিতে একটি চূড়ান্ত প্রশাসনিক বৈঠকও করেন।

সকাল থেকেই রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, তৃণমূল কংগ্রেসের সন্দেশখালি বিধানসভার কনভেনার শেখ শাহজাহান, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা,  বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ সহ একাধিক নেতৃত্ব ও আধিকারিকরা এলাকা পরিদর্শন করছেন ও নিরাপত্তার ব‍্যাপারটি ক্ষতিয়ে দেখছেন।

সম্পর্কিত পোস্ট