প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছে সাবালককে, নাবালক নয়ঃ বিপর্যস্ত দীঘা ঘুরে বিস্ফোরখ অভিষেক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পরিদর্শনের পর বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘূণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করার কথা ছিল তাঁর। সেই মোতাবেক তাজপুর শঙ্করপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
তৃণমূল যুব সভাপতিকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথাও জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষজনদের অভিষেক প্রশ্ন করেন তারা ঠিকমতো ত্রাণ এবং খাদ্য সামগ্রী পাচ্ছেন কিনা? অভিষেকের প্রশ্নের উত্তরে তারা জবাব দেন, আগে বাঁধ ঠিক হোক।
তাজপুরে গিয়ে ভাঙা বাঁধ দেখে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী কে। তাঁর কথায় “যারা মানুষের মুখের গ্রাস করে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছেন, তাদের একজন কেও রেয়াত করা হবে না। তদন্ত করা হবে। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। একটা পরিবারকে বাঁচাতে গিয়ে গোটা জেলার সর্বনাশ করা হয়েছে। চুরি ধরা পড়বেই।”
কোভিড বিধি মেনে হোটেল-রেস্তোরাঁ খোলার বিষয়ে ছাড় মমতার
ঘূর্ণিঝড় আম্ফান হোক বা ইয়াস। বারবার ভেঙেছে বাঁধ। তা নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজ রামনগরের বিধায়ক অখিল গিরির সঙ্গে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েও দীঘা উন্নয়ন পর্ষদ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির কথা বলেন তিনি।
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দীঘার রাস্তা দেখে তিনি বলেন, “যারা এই অংশের উন্নয়নে দায়িত্বে ছিলেন তারা মানুষের জীবনের সঙ্গে ছেলেখেলা করেছেন । এর থেকে লজ্জাজনক কিছুই হতে পারে না। জেলার মানুষকে সেচ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে তিনি মানুষের কষ্ট বুঝতে পারেন। তবে তিনি নিজের স্বার্থ চরিতার্থ করেছেন। পরবর্তীকালে মেরুদন্ড বিক্রি করে অন্য দলে যোগ দিয়েছেন।”
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছতে বিভিন্ন জায়গা থেকে ভিড় জমাতে শুরু করেন বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে বাঁধের কাজ ঠিক হোক। সামনেই ভরা কোটাল। আবার সর্তকতা রয়েছে বানের।
এদিন অভিষেক জানান , মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দ্রুত ব্যবস্থা নেবে। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা হবে।
প্রসঙ্গত এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাবালক তত্ত্বের প্রসঙ্গ টেনে বলেন “আমি না হয় নাবালক। কিন্তু ওকে বলুন ওর সাবালকত্বের প্রমাণ দিতে। সাবালক তো এসে দেখতে পারলেন না। নাবালককেই আসতে হল। আমাকে ডাকলে আমি আবারও আসবো। প্রকাশ্যে টাকা নিতে গেছে দেখা গিয়েছে সাবালককে, নাবালককে নয়।