Abhishek Banerjee at Tripura: দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ, তৃণমূলের কর্মসূচীতে কপিরাইট বিজেপির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের বিশেষ কর্মসূচীর অনুকরনেই এবার ত্রিপুরা দখলে নেমেছে তৃণমূল। রাত পোহালেই ত্রিপুরা পাড়ি দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে চতুরদশা দেবতা মন্দিরে পুজো দেবেন তিনি। সেখানেই সাংবাদিক সম্মেলন করবেন তিনি।এরপর দলীয় কর্মী অনির্বাণ সরকারের বাড়িতে যাবেন তিনি। সেখানেই মধ্যহ্নভোজ সারবেন।

মূলত পুরভোটে যে সমস্ত কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতেই যাবেন অভিষেক। এদিন সন্ধ্যায় দলীয় কর্মী তপনকুমার বিশ্বাসের বাড়িতেও যাবেন তিনি। দলীয় কর্মী সংহিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও দেখা করতে যাবেন অভিষেক।

তৃণমূল সূত্রে খবর, রবিবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সোমবার দলের রাজ্য স্টিয়ারিং কমিটির নেতৃত্ব এবং সদস্যদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। এরপর সাংবাদিক বৈঠক সেরে বিকেলের বিমানে ত্রিপুরা থেকে দিল্লি রওনা দেবেন অভিষেক।

রাজনৈতিক জীবনে এই প্রথমবার কোনও দলীয় কর্মীর বাড়িতে গিয়ে মধ্যহ্নভোজ করবেন তিনি। অভিষেকের এই কর্মসূচীর কথা প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছেন বিরোধীরা। বিজেপি নেতৃত্বের একাংশ বলছেন, বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বদের এই মধ্যহ্নভোজকে একসময় তুমুল কটাক্ষ করেছেন পিসি-ভাইপো। এখন সেই গেরুয়া স্মরণেই দলীয় কর্মী ও ত্রিপুরা বাসীর সিমপ্যাথী আদায়ের চেষ্টা করছে ঘাসফুল শিবির। যদিও তাদের শূণ্য হাতেই ফিরতে হবে।

Omicron: ত্রস্ত কলকাতা, চালু মাইক্রো কন্টেনমেন্ট জোন থেকে সেফহোম; আক্রান্ত বহু

অভিষেকের এই সফর যথেষ্ঠ ইঙ্গিতপূ্র্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, প্রথমত, গেরুয়া শিবিরের চালেই তাদের বাজিমাত করার কৌশল নিয়েছে বিজেপি। দ্বিতীয়ত, আক্রান্ত কর্মীদের সঙ্গে তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেও বার্তা দিতে চাইছেন তিনি।

প্রসঙ্গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের একাধিক হেভিওয়েট নেতা রাজ্যে প্রচারে এসে বিভিন্ন কর্মীদের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন। শুধু তাই নয় বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক কর্মী ঘরছাড়া হয়েছিলেন। আক্রান্ত হয়েছেন বহু কর্মী। তাদের সঙ্গে দেখা করতে বাড়িতে এসে পৌঁছেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে গেরুয়া শিবিরের প্রথম সারির নেতৃত্বরা।

সাংগঠনিক শক্তি বৃদ্ধির অগ্রগতি কতদূর পৌঁছেছে মূলত তা দেখতেই রবিবার ত্রিপুরা যাত্রা অভিষেকের। এখন দেখার  বিজেপি শাসিত রাজ্যে বিজেপির কর্মসূচি অনুকরণ করে  ঘাসফুল বিস্তারে কতটা সক্ষম হয় টিম মমতা।

সম্পর্কিত পোস্ট