১৯ এর ক্ষত মেরামতের কাজ করছেন অভিষেক, এবার কী নজর উত্তরবঙ্গে?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘদিনের বাম সরকারকে সরিয়ে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনে কিছু জায়গায় তারা অল্প বিস্তর ধাক্কা খায়। কিন্তু পরের বছর লোকসভা নির্বাচনে বিজেপির হঠাৎ উত্থান অনেককেই অবাক করে দিয়েছিল।

২১ এর বিধানসভা নির্বাচনে অবশ্য প্রমাণ হয়ে গিয়েছে গত লোকসভায় বিজেপির তাক লাগানো ফল আসলে একটা ঝটকা মাত্র। তবে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনের আগেই ক্ষত মেরামতের কাজ শুরু করেছেন তিনি।

২০১৪ এর লোকসভা নির্বাচন থেকে আসানসোল বিজেপির দখলে ছিল। কিন্তু দায়িত্ব নিয়ে সেই আসানসোলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন অভিষেক। তবে দক্ষিণবঙ্গের যে এলাকাকে তৃণমূলের গড় বলে মনে করা হয় সেখানেই ১৯ এর লোকসভা নির্বাচনে অল্পবিস্তর ধাক্কা খেয়েছিল তৃণমূল।

উত্তর ২৪ পরগনার পাঁচটি লোকসভা আসনের মধ্যে ব্যারাকপুর ও বনগাঁয় জিতে যায় বিজেপি। সেই ব্যারাকপুরের‌ই বিজেপি সাংসদ অর্জুন সিংকে সুকৌশলে তৃণমূলে নিয়ে এসেছেন অভিষেক।

এরপরই প্রশ্ন উঠছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর‌ও তৃণমূলে আসবেন কিনা। তবে ঠাকুরবাড়ির বেশিরভাগ সদস্য বর্তমানে তৃণমূলের দিকে থাকায় শান্তনুকে নিয়ে অভিষেক বিশেষ উৎসাহ নাও দেখাতে পারেন।

শোনা যাচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির মতুয়া বিধায়কদের একটা বড় অংশ আগামী দিনে তৃণমূলে যোগ দিতে পারে। আর এই বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য ঘর ওয়াপসি ঘটা অর্জুন সিংয়ের উপরেই।

সোমবার অর্জুনের লোকসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামনগরে গিয়ে জনসভা করেছে অভিষেক। তাঁর এই সমাবেশ নানান দিক থেকে তাৎপর্যপূর্ণ। অর্জুন দল ছাড়ার পর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল সাংসদ শিবির বদলালেও সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকরা দলের সঙ্গেই আছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ব্যারাকপুরে এসে তেমনটাই দাবি করেছিলেন।

নিজের দায়িত্ব লাঘবের বিলে ধনখড় আদৌ স‌ই করবেন? আচার্য পদ নিয়ে নবান্ন-রাজভবন সংঘাত চরমে

কিন্তু এসব যে বিজেপির মনগড়া কথা, বাস্তব থেকে শত যোজন দূরে তা প্রমাণ করে দেওয়া প্রয়োজন ছিল। অভিষেকের সমাবেশে বিপুল জনসমাগম পরিষ্কার বুঝিয়ে দিয়েছে অর্জুনের দলত্যাগের সঙ্গে সঙ্গে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দেউটিও প্রায় নিভু নিভু।

সূত্রের খবর দক্ষিণবঙ্গে ক্ষত মেরামতের কাজ জোর কদমে চলছে দেখে এবার উত্তরবঙ্গের দিকে নজর দিতে চান অভিষেক। একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি মুখ থুবড়ে পড়লেও তুলনায় উত্তরবঙ্গে তারা ভালো ফল করে। একমাত্র দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রটি বাদে উত্তরবঙ্গের বাকি সব কটি লোকসভা আসন এই মুহূর্তে বিজেপির দখলে।

তবে মাস কয়েক আগে হয়ে যাওয়া পুরসভা নির্বাচনে জোরদার ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। উত্তরবঙ্গে বিজেপিকে আরও দুর্বল করতে সেখানকার এক ঝাঁক বিধায়ককে তৃণমূলে নিয়ে আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে সবাইকে নেওয়া হবে না, যাদের ভাবমূর্তি ভালো কেবলমাত্র বেছে বেছে তাদেরকেই দলে নেবে তৃণমূল।

সম্পর্কিত পোস্ট