ত্রিপুরায় অভিষেক, শেষ রক্তবিন্দু দিয়ে চলবে লড়াই, আগরতলায় নেমেই বিপ্লব সরকারকে হুঁশিয়ারী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ত্রিপুরায় অভিষেক , শেষ রক্তবিন্দু দিয়ে চলবে লড়াই, আগরতলায় নেমেই বিপ্লব সরকারকে হুঁশিয়ারী । ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল(TMC)। রাতভর অবস্থান-বিক্ষোভ দেখানোয় গ্রেফতার করা হয়েছে ১১ জনকে।

তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু, কুনাল ঘোষ, দোলা সেন। পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।এই মুহূর্তে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে  উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি।

দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহা সহ তৃণমূলের ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তালিকায় রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি আশিস লাল সিং। আইন প্রয়োগ করে ভোররাতে গ্রেফতার করা হয়েছে তাদের।

রবিবার তাদের আদালতে তোলা হবে। ২০২৩ এর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায়(Tripura) জমি দখলের মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে তৃণমূল।

শনিবার সকালে আমবাসায় আক্রান্ত হন দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ   রাহা। তাদের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

এর আগে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা চালানো হয়েছিল। সেদিনের পর আবার এদিন ত্রিপুরায় অভিষেক ।

অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, “ত্রিপুরাতে তৃণমূল কোথায়?  নাটক করে কী দল হবে? লড়াই করতে হবে। যারা এখানে খুনের রাজনীতি করছে, তারাই ওখানে গিয়ে নাটক করছে।“

ত্রিপুরা: পুলিশের সামনেই CPIM অফিস পোড়ানো অভিযুক্ত BJP

ত্রিপুরায় অভিষেক

শনিবার রাতেই বিজেপির রাজ্য সরকারকে কার্যক চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে লিখেছিলেন, “বিজেপি গুন্ডাদের দ্বারা বর্বরোচিত আক্রমণের শিকার তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে রবিবার ত্রিপুরা যাচ্ছি। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো- এটাই আমার প্রতিশ্রুতি। যদি পারো তো আমাকে আটকাও।”

ব্রাত্য বসুর (Bratya Basu) কথায়, ‘ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই। কী ভাবে ত্রিপুরায় বিরোধীদের ওপর জুলুমবাজি করা হচ্ছে, তা দেখে বোঝা যাচ্ছে ত্রিপুরা রাজ্য বিজেপি ভয় পাচ্ছে। আমরা গণ আন্দোলন করা লোক। আমাদের মেরে ধরে ধমকিয়ে চমকে আটকানো যাবেনা।’ প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাবেন বলে উল্লেখ করেছন ব্রাত্য।

অন্যদিকে রবিবার সকালে তৃণমূল নেতা সুদীপ রাহা (Sudip Raha) টুইটে লিখেছেন, ‘রাতে বিজেপির গুণ্ডামি। ভোরে পুলিশের! আমাদের গ্রেফতার করে টেনে হিঁচড়ে খোয়াই থানায় নিয়ে যাচ্ছে ত্রিপুরার খোয়াই জেলা পুলিশ। এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়া হবে না। আমরা এই গুণ্ডামির শেষ দেখে ছাড়ব।’

সম্পর্কিত পোস্ট