দীপাবলি কাটলেই গোয়া যাচ্ছেন অভিষেক
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বাংলা দখলের পরেই তৃণমূলের ফোকাসে পশ্চিম ভারতের বিজেপি শাসিত রাজ্য গোয়া(Goa)। গত সপ্তাহেই গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার গোয়া সফরে যাবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
তৃণমূল (TMC) সূত্রে খবর, চলতি মাসেই ৩ দিনের গোয়া সফরে যাবেন তিনি। এখনও অবধি দিনক্ষণ ঠিক না হলেও ১০ তারিখ আরব সাগরের পার্শ্ববর্তী রাজ্যে উপস্থিত হবেন তিনি। যা ঘিরে ইতিমধ্যেই গোয়ার কর্মীদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে।
২০২২ এ গোয়ার বিধানসভা নির্বাচনকে (Goa Election) পাখির চোখ করেছে তৃণমূল। নজরে রয়েছে ত্রিপুরার পুরসভা নির্বাচন৷ দুটি রাজ্যে তৃণমূলের আগমণ শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি শাসিত দুই রাজ্যের নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চাইছ ঘাসফুল শিবির।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সূচী ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ
উল্লেখ্য, কিছুদিন আগেই গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই ঘাসফুল শিবিরে নাম লেখান অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali), টেনিস তারিকা লিয়েন্ডার পেজ (Leander Paes) সহ একাধিক ব্যক্তি৷ গোয়ায় গিয়ে সাধারণ মানুষ মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন মমতা৷ ঘুরে দেখেন মন্দির এবং চার্চগুলি। বিজেপির বিরুদ্ধে একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস। সেই বার্তাই পৌঁছে দেন তিনি।