Coal scandal: কয়লাকাণ্ডে অভিষেক-রুজিরা কে দিল্লিতে ফের তলব করল ইডি
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: কয়লা কাণ্ডে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করল ইডি। বুধবার তলব করা হয়েছে অভিষেক স্ত্রী কে। বৃহস্পতিবার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর শালিকা মেনকা গম্ভীর কেও। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দফতরে যাওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কিছু কারণের জন্য তিনি যেতে পারেন না।
সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কে জানিয়েছেন প্রয়োজনে নথি ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে। এর আগেও অভিষেক রুজিরা কে ইডি সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল। সেই নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।
তার বক্তব্য ছিল, কলকাতার বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদের দিল্লিতে ডাকা হচ্ছে কেন? প্রতুত্তরে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় এবং ইডি দফতর থেকে ডাক পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। গত ২১ শে মার্চ এর দপ্তরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ এর মুখোমুখি হন তিনি। তবে তাঁর বক্তব্য ছিল, “আমি আমার অবস্থানে অনড় ১০ পয়সার অভিযোগ প্রমাণিত হলে আমি মৃত্যুবরণ করবো ফাঁসির মঞ্চে। মাথা নত আমি করবো না! আমি মাথা উঁচু করে বেঁচে থাকার মানুষ। এসব যত করবে আমি লক্ষ্যে অবিচল থাকব ততই। সবাই মেরুদণ্ডহীন হয়না।” অবশ্য এই তলবের বিরুদ্ধে বুধবার বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোচ্চারে জানান যে এভাবে তৃণমূলকে রোখা যাবে না।
22 শে মার্চ কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। তার বিপক্ষে অভিষেক জানান ছেলে ছোট থাকায় স্ত্রী দফতরে যেতে পারবেন না। পাল্টা জবাবে তিনি হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, কোন একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ নয় ইডি তদন্ত। পরবর্তীতে দম্পতির পক্ষে আইনজীবী কপিল সিবাল বলেন যে ইডিকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় কলকাতায় গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হোক।
তারা যেহেতু কলকাতার বাসিন্দা। তবে ইডি তার সিদ্ধান্তে অনড়, তারা দাবি করলেন অধিবেশন চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিশ্চয়ই দিল্লিতে থাকতেই হয় তাই দিল্লিতে তার নিজস্ব ঠিকানা নিশ্চয়ই রয়েছে।
দম্পতির যাবতীয় বক্তব্য শোনার পর ইডি তা খারিজ করে দেন এবং জানান আগামী সপ্তাহে ফের বন্দ্যোপাধ্যায় দম্পতিকে হাজির থাকতে হবে ইডি দফতরে। কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্র এর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত। শোনা যাচ্ছে, বিনয় মিশ্র কে বিদেশমন্ত্রক এর মাধ্যমে দেশে ফেরানো প্রক্রিয়া শুরু করা হয়েছে।