কুড়ি বছর রাজ্য প্রশাসনের কোনও পদ নেবেন না অভিষেক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বরাবরই পরিবারতন্ত্রের নাম করে আক্রমণ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।‘পিসির ভাইপো’ বলে কটাক্ষও শুনতে হয়েছে বারবার। তবে সোমবার দলের প্রথম সাংবাদিক সম্মেলনেই পরিবারতন্ত্র নিয়ে বিরোধী অক্রমণের অস্ত্র ভোঁতা করে দিলেন অভিষেক।
মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহ, ভরসার পাত্র বুঝিয়ে দিলেন তাঁর লক্ষ্য স্থির। তাই প্রথমদিনেই তিনি জানিয়ে দিলেন, ‘যে দায়িত্ব পেয়েছি, তাতে আগামী দিনে দলের বিস্তারে আরও কাজ করব। দলকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাব। লিখে রাখুন, আগামী কুড়ি বছর রাজ্য প্রশাসনের কোনও পদ আমি নেব না।’
রাজনৈতিক মহলে বার বার বলা হয়,সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলেই তাঁর এত প্রভাব-প্রতিপত্তি, দলে এত গুরুত্ব। আর তাই নতুন পদে বসার পরও তাঁকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা শুনতে হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে বসে এর জবাব দিলেন অভিষেক। নাম না করে সোজা তিনি আঙুল তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর ছেয়ে জয় শাহর দিকে।
তাঁর কথায়, ‘আমি তো আগেই বলেছি, এক পরিবার এক প্রতিনিধির পক্ষে সংসদে বিল আনুক কেন্দ্র। আমিই প্রথম যে নিজের পদ ছাড়ব। সেটা তো হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে তো বিসিসিআইয়ের মাথায় বসে। তাহলে কীভাবে তাঁরা আমার দিকে আঙুল তোলেন?’ অভিষেকের জবাব, ‘আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় বিসিসিআই-এর দায়িত্ব ছাড়ুন, তার পর এ সব প্রশ্ন তুলুক বিজেপি।
দ্বিচারিতার অভিযোগ তুলে অভিষেক বলেন, ‘কারও নাম করছি না। অনেক বিজেপি নেতা এবং তাঁদের পরিবারের লোকজনই তো এমপি-এমএলএ হয়ে রয়েছেন, একসঙ্গে সরকারি পদে রয়েছেন!’
জাতীয় ক্ষেত্রে দলের সম্প্রসারণ: একমাসে কংক্রিট প্ল্যান করে ঝাঁপাবেন অভিষেক
এদিন স্পষ্ট ভাষায় অভিষেক জানিয়ে দিয়েছেন তার আগ্রহ সরকারি কোনও পদ নয়, বরং আগ্রহ সংগঠনের কাজকর্মের দিকে। তাই তিনি আগামী ২০ বছর সংগঠনে মন দিয়ে কাজ করতে চান। অভিষেকের কথায়, ‘ আমি বলে দিতে চাই, তৃণমূলই এমন একটি রাজনৈতিক দল, যাঁরা এক নেতা এক পদ পদ্ধতি চালু করতে চলেছে। আর একটি রাজনৈতিক দলের নাম করুন, যাঁরা এই পদ্ধতি নিজেদের দলে চালু করেছে? কেউ করেনি।’
অভিষেকের আরও জবাব,’আমরা এক নতুন দিশায় যাওয়ার চেষ্টা করছি। আর বিজেপি পরিবারতন্ত্রের কথা বলছে? সেই আক্রমণের জবাব তো ভোটে পেয়ে গিয়েছেন। আমি তাঁদের পরিবারতন্ত্রের অভিযোগের জবাবে বলতে চাই, অনেক ডাইনাস্টি ইস বেটার দ্যান ন্যাস্টি।’
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপি-র বেশিরভাগ আক্রমণ ছিল অভিষেককে কেন্দ্র করেই। বিজেপি নেতারা অভিযোগের সুরে বলেছিলেন, ‘মমতা আসলে তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী পদে বসানোর চেষ্টা করছেন।’ সোমবারের সাংবাদিক বৈঠকে সেই অভিযোগকেই নস্যাত্ করে দিয়েছেন।