Narada Case- সাধারণ মানুষকে সংযত হওয়ার বার্তা অভিষেকের
দ্য কোয়ারি ওয়েবডেসলস্কঃ নারদ কান্ডে তৃণমূলের 4 বিধায়ক-নেতা-মন্ত্রীর গ্রেফতারের পর রাজ্য রাজনীতি উত্তাল। বিশেষ করে তৃণমূল সমর্থকরা বর্তমান পরিস্থিতিতে যেভাবে সিবিআই ভূমিকা গ্রহণ করেছে তাতে ক্ষিপ্ত। তারা রাস্তায় নেমেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন।কর্মী-সমর্থকদের এই আচরণ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।
Invited attention @MamataOfficial “On channels and in public domain I notice arson and pelting of stones at CBI office. Pathetic that Kolkata Police @KolkataPolice and West Bengal Police @WBPolice are just onlookers.
Appeal to you to act and restore law and order.”— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 17, 2021
তিনি রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির জন্য সরকারকে দায়ী করেছেন। কিন্তু করোনা পরিস্থিতিতে দলের কর্মী-সমর্থকদের সংযত থাকার বার্তা দিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দল মনে করছে,নির্বাচনে পরাজিত হয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। আর সে কারণেই এজেন্সি দিয়ে দলীয় নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে।
উল্লেখ্য এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে সংযত থাকার বার্তা দিয়ে যে টুইট করেন তাতে তিনি লিখেছেন, আমি সকলের কাছে আবেদন করছি যে আইন মেনে চলুন। এই মুহূর্তে রাজ্যে লকডাউন বিধি চালু রয়েছে বাংলার মানুষের স্বার্থে তা অমান্য করবেন না।
তিনি এও লিখেছেন, আইনের উপর ভরসা রয়েছে আমাদের। এই লড়াই আদালতে আমরা বুঝে নেব।
I urge everyone to abide by the law & refrain from any activity that violates lockdown norms for the sake of the larger interest of Bengal and its people.
We have utmost faith in the judiciary & the battle will be fought legally.
— Abhishek Banerjee (@abhishekaitc) May 17, 2021