SSC কেলেঙ্কারিতে অভিযুক্তরা না হয় শাস্তি পাবে, কিন্তু বঞ্চিত যোগ্যদের ভবিষ্যৎ কী?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এসএসসি কেলেঙ্কারিতে কলকাতা হাইকোর্টে জমা পড়া রিপোর্টে স্পষ্ট দুর্নীতি হয়েছে। এরপরই বিচারপতির মন্তব্য যথেষ্ট তৎপর্যপূর্ণ। আদালত স্পষ্ট জানিয়েছে অভিযুক্তরা যতই হোমরা-চোমরা, কেষ্টুবিষ্টু হন কেউই ছাড় পাবেন না। শাস্তি কী হবে তা এখনও জানা যায়নি। তবে জেলের গারদে তাঁদের কাউকে কাউকে থাকতে হতেই পারে। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও যারা এই কেলেঙ্কারির জেরে বঞ্চিত হল তাদের ভবিষ্যৎ কী?
এসএসসির গ্রুপ-সি স্টাফ নিয়োগের পরীক্ষায় পাশ করেও রাজ্যের অসংখ্য ছেলেমেয়ে বঞ্চিত হয়েছে। তাদের বদলে পরীক্ষায় ফেল করা, এমনকি যারা পরীক্ষায় বসেনি তাদেরকে পর্যন্ত চাকরি দিয়ে দেওয়া হয়েছিল। বেআইনিভাবে চাকরি পাওয়াদের কাজ যাবে এটা মোটামুটি পরিষ্কার।
শুরুতেই ‘সুপারহিট’ জন্ম-মৃত্যু তথ্য পোর্টাল, ৭ দিনে জমা পড়ল ৪২ হাজার আবেদন
কিন্তু সে যোগ্য চাকরি বঞ্চিতরাই যে পাবেন তার নিশ্চয়তা নেই। যদি সরকার ঠিক করে বা আদালত নির্দেশ দেয় নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ করা হবে, তবে বঞ্চিতরা সেই বঞ্চিতই থেকে যাবেন। এক্ষেত্রে আদালত যদি বঞ্চিতদের কথা ভেবে তাদেরকে দিয়েই শূন্যস্থান পূরণের নির্দেশ দেয় তবেই ভালো। না হলে ঝড়-বৃষ্টি রোদ মাথায় নিয়ে রাজপথে বসে আন্দোলন করা ছেলেমেয়েগুলোকে শুধু ন্যায় প্রতিষ্ঠায় স্বস্তি নিয়েই বাড়ি ফিরতে হবে। কিন্তু নিজেদের আর পাওয়া কিছু হবে না।
বিরোধীরা বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। এমনিতেও তারা আন্দোলনে আছে। তবে মানবিক কারণে বঞ্চিতদেরই শূন্য হওয়া পদে নিযুক্ত করার দাবি তারা তোলে কিনা সেটাই এখন দেখার।