করোনা আক্রান্ত অভিনেতা অণির্বাণ ভট্টাচার্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের টলিউডে (Tollywood) করোনার থাবা। করোনা(Corona) আক্রান্ত হলেন অভিনেতা অণির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। প্রায় ১২ দিন আগে ধরা পড়েছে করোনা পজিটিভ (Covid Positive) তিনি। কিন্তু কোনও উপসর্গ (Asymptomatic) না থাকার কারণে বাড়িতে সমস্ত নিয়ম মেনেই রয়েছেন তিনি।
চলতি বছরের পুজোতে মুক্তি পায় দেব-অণির্বাণ অভিনীত ছবি গোলন্দাজ (Golondaz)। ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন অভিনেতা। এরপর পুজোর সময় কজের জন্য মুম্বই যেতে হয়েছিল তাঁকে। তখনই ধরা পড়ে করোনা (Covid)।
পুরভোটের প্রস্তুতি নিয়ে কোমড় বাঁধল ত্রিপুরার তৃণমূল কংগ্রেস
অণির্বাণ করোনা আক্রান্ত হলেও এখনও অবধি তাঁর পরিবারে সেভাবে প্রভাব পড়েনি। সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু অণির্বাণের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তে চিন্তিত অনেকেই। তবে শ্যুটিং ফের বন্ধ থাকতে পারে টলিপাড়ায়?
দূর্গাপুজোয় শহর কলকাতায় মানুষের ঢল দেখে বিপদের আশঙ্কা করেছিলেন চিকিৎসকরা। তবে কী তারই প্রভাব? কারণ, গত কয়েকদিন ধরে শহর কলকাতায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার ফলে ফের রাতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন৷