বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়লেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়লেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত কারণে ইস্তফা বলে জানিয়েছেন তিনি। বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং সাংস্কৃতিক আহ্বায়ক পদে আসীন ছিলেন তিনি।
এদিন বিজেপির দলীয় কার্যালয়ে এসে রাজ্য বিজেপির পদাধিকারী প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র জমা দেন অভিনেতা। তবে আপাতত পদ ছাড়লেও দল ছাড়ছেন না বলেই জানিয়েছেন। তাঁর কথায়, কাজের চাপে দলের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলানো সম্ভব হচ্ছে না বলেই ইস্তফা।
বড় সাফল্য ভারতীয় সেনার, নাশকতার ছক বানচাল করে আটক ৪ জঙ্গি
তবে ফুলবদলের প্রসঙ্গে তিনি জানান, “আগামী কাল আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন, এ রকম কোনও নিশ্চয়তা আছে? আমি এখনও বিজেপিতে আছি, শুধু এটুকুই বলতে পারি। কাল কী হবে জানিনা। ”
কিছুদিন আগেই বিজেপি থেকে মুখ ঘুরিয়েছেন অভিনেতা রূপা ভট্টাচার্য ও অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। রূপার সঙ্গেই বিজেপিতে যোগদান করেছিলেন সুমন বন্দ্যোপাধ্যায়।
চেনা মুখে হওয়া সত্ত্বেও ভবানীপুর উপনির্বাচনে প্রচারে ডাক পাননি অভিনেতা। সেখান থেকেই কি শুরু মনোমালিন্য? সুমনের জবাব, ‘পার্টি প্রয়োজন বোধ করেনি তাই হয়তো ডাকেনি। এছাড়াও আমি অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম।’ পাশাপাশি তিনি জানান যে, ‘বিজেপি বিশ্বের সবচেয়ে বড় দল, তাদের প্রচারের জন্য কোনও চেনা মুখের দরকার নেই।’