বাংলার মানুষদের জন্য কিছু করার ও ভাবনার অভাব রয়েছে বিজেপির, ক্ষোভ উগড়ে পদ্ম ত্যাগ শ্রাবন্তীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের ধাক্কা বিজেপিতে (BJP)। এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী (Srabanti Chatterjee)। “বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। রাজ্যের উন্নয়নের স্বার্থে কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না বিজেপিতে।” বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে ট্যুইট অভিনেত্রী শ্রাবন্তীর।

একুশের লড়াইয়ের ঠিক আগে, ১ মার্চ, বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রে তাঁকে প্রার্থী করে বিজেপি। প্রতিপক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হন তিনি। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর সেভাবে আর বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন নি শ্রাবন্তী।

বিজেপি ছাড়ার কারণ হিসেবে শ্রাবন্তী জানিয়েছেন, ‘বাংলার মানুষদের জন্য কিছু করার ও ভাবনার অভাব রয়েছে বিজেপির। এই দলের হয়ে গত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলাম। তাঁর সঙ্গেই সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম।

শুধু  শ্রাবন্তীই নয়, পার্নো মিত্র, পায়েল সরকার, তনুশ্রীর মতো একাধিক তারকাকে ভোটের ময়দানে নামিয়েছিল বিজেপি। অভিনেতা হিরণ বা ডিজাইনার অগ্নিমিত্রা পালের মতো কয়েকটি নাম বাদে, আর কাউকে দেখা যায়নি জয়ী প্রার্থীদের তালিকায়।

ভোটের পর গেরুয়া শিবিরের এই তারকা প্রার্থীদের নগরের নটি বলে সম্বোধন করেন বিজেপি নেতা তথাগত রায়। তাঁদের ভোটে লড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেননি তিনি। আজ শ্রাবন্তী দল ছাড়ার পর তিনি জানান, এটা প্রত্যাশিতই ছিল। এতে অবাক হওয়ার কিছু নেই।

সম্পর্কিত পোস্ট