বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী, যুদ্ধকালীন তৎপরতায় চলছে সিলিকন ভ্যালি তৈরির কাজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিউটাউন-রাজারহাটে বিশাল এলাকা জুড়ে সিলিকন ভ্যালি তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে সেখানে জিও সহ একাধিক বড় সংস্থা জমি নিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সিলিকন ভ্যালি তৈরির কাজ চলছে।
আর এর মধ্যেই ওই সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। বিশাল ডেটা সেন্টার তৈরি করার কথা রয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এখবর জানিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর এই সেন্টারকে ঘিরে বিশাল কর্মসংস্থান তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি।
তুলে দেওয়া হল Group D Recruitment Board, চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করবে SSC
পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন,
১. নিউটাউনের সিলিকন ভ্যালিতে ফেজ ৩-এ রাজ্য বেঙ্গল টেক পার্কে ১০০% ডাটা সেন্টার করার জন্য
আদানি এন্টারপ্রাইজ হিডকোর কাছে আবেদন করেছিল। মোট ৫১.৭৫ একর জমিতে কাজ হবে। নিউটাউনের সিলিকন ভ্যালির SV পার্কে জমি দেওয়া হচ্ছে।
২. খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাব করার কথা বলেছিলেন সিএম। ৫ একর করে জায়গায় ৪টি সংস্থা কাজ করবে। তাদের মধ্যে ইউনিরক্স সাইকেলস, মিলাপ সাইকেলস, লুনা টায়ারস, ক্রিমটন ইন্ডাস্ট্রিজ সংস্থা প্রতি ১০ কোটি টাকার লগ্নি ও ১৫০ জন করে কর্মসংস্থান হবে।