Adhanom Ghebreyesus : অভিজ্ঞতাতেই আস্থা রাখতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার বিপদ এখনও কাটেনি। বরং আগামী দিনে এই মারণ ভাইরাস কি রূপ ধারণ করবে তা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বেশিরভাগ চিকিৎসকই চিন্তায় আছেন। এই পরিস্থিতিতে অভিজ্ঞ সৈনিকের ( Adhanom Ghebreyesus ) উপরেই আস্থা রাখতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
গত আড়াই বছর ধরে করোনার বিরুদ্ধে লড়াইয়ে একেবারে সামনে দাঁড়িয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই তেধ্রস আধনাম ঘেব্রাইসু‘ই ( Adhanom Ghebreyesus ) আবার হু’র শীর্ষ পদে বসতে চলেছেন। তাঁর দ্বিতীয়বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল পদে বসার বিষয়টি একরকম নিশ্চিত।
তেধ্রস আধনাম ঘেব্রাইসু ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। সেখান থেকেই তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল পদে বসেন। মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোর পাশাপাশি চিনের উদ্যোগেই তিনি হু’র প্রথম অচিকিৎসক ডিরেক্টর জেনারেল হন। যদিও করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি যথেষ্ট দক্ষতার ছাপ রেখেছেন।
কংগ্রেসী জয়প্রকাশ নয়, বরাবরের বিজেপি রিতেশের প্রতি সহানুভূতিশীল দলেরই একাংশ
গত আড়াই বছরে তাঁর বিরুদ্ধে একাধিকবার চিনকে আড়াল করার অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত দেখা গিয়েছে সম্পূর্ণ নিরপেক্ষভাবেই তিনি কাজ করে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর তাদের ডিরেক্টর জেনারেল পদে নির্বাচনের ক্ষেত্রে একমাত্র ঘেব্রাইসু মনোনয়ন জমা দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যকরী সমিতির সদস্যরা তাঁর মনোনয়ন ইতিমধ্যেই গ্রহণ করেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান থেকে সরে এসে আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন পর্যন্ত তাঁকে সমর্থন জানিয়েছে। চিনের সঙ্গে মাঝেমধ্যেই সমস্যা তৈরি হলেও তারা ঘেব্রাইসুর দ্বিতীয়বার শীর্ষ পদে বসা নিয়ে কোনও আপত্তি জানায়নি। উল্টে স্বাগত জানিয়েছে।
আফ্রিকার দেশগুলো যথারীতি তাঁর পাশে আছে। তবে কিছুটা চমকে দিয়ে নিজের দেশ ইথিওপিয়া তেধ্রস আধনাম ঘেব্রাইসুর ( Adhanom Ghebreyesus ) তীব্র সমালোচনা করেছে।
Adhanom Ghebreyesus
অবশ্য নিজের দেশ থেকে এই সমালোচনা আসার কারণ সম্পূর্ণ রাজনৈতিক। গৃহযুদ্ধে দীর্ণ ইথিওপিয়ায় সঠিকভাবে মানবাধিকার রক্ষা হচ্ছে না বলে সমালোচনা করেছিলেন হু প্রধান। তার পাল্টা দিতে গিয়ে তেধ্রসকে সমালোচনায় বিদ্ধ করা হয়। তবে এই ঘটনা তাঁর দ্বিতীয়বারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদে বসার ক্ষেত্রে কোনও বাধা তৈরি করছে না।
আর কেউ মনোনয়ন জমা না দিলেও এক্ষুনি ঘেব্রাইসুর নাম ঘোষণা করছে না হু। নিয়ম অনুযায়ী মে মাসে তাদের ১৯৪ টি সদস্য রাষ্ট্র বৈঠকে বসে তেধ্রস আধনাম ঘেব্রাইসুর নাম অনুমোদন করবে। তারপরই তিনি সরকারিভাবে দ্বিতীয়বারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদে বসবেন।