দিদি-মোদীর মধ্যস্থতাকারী পিকে, দায়িত্ব নিয়ে কংগ্রেসকে দূুর্বল করার চক্রান্ত করছন মমতা বন্দ্যোপাধ্যায়; সরব অধীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার দেশের উপনির্বাচনের ফল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘কংগ্রেস দুর্বলের তত্ত্ব’ খারিজ করে দিয়েছে। ওই ফল থেকে পরিষ্কার বিজেপিকে হারাতে কংগ্রেস (Congress) সম্পূর্ণভাবে প্রস্তুত। এই পরিস্থিতিতে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) সাংবাদিক সম্মেলন করে বাংলার মুখ্যমন্ত্রীকে পিকের (PK) ফাঁদ সম্পর্কে সতর্ক করে দিলেন।
অধীর চৌধুরী এদিন বলেন, “আপনাকে কতগুলো বিষয় বুঝতে হবে। এই প্রশান্ত কিশোর ২০১৪ সালে দেশের মানুষকে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল। ওনার হাত ধরেই ভারতের ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার পরের অবস্থা সকলেই জানে। এখন আপনাকে ২০২১ সালে স্বপ্ন দেখাচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার। আসলে আপনাকে ব্যবহার করে দেশের বিরোধী ঐক্য ভাঙতে চাইছে বিজেপি। কংগ্রেসকে দুর্বল করাই ওদের লক্ষ্য।”
এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিয়েছেন অধীর চৌধুরী। তিনি জানান, “তৃণমূল কংগ্রেসকে শেষ করার চেষ্টা করেই চলেছে। সে ক্ষেত্রে অবশ্যই কংগ্রেস তাঁর বিরুদ্ধে লড়াই করবে।” শতাব্দী প্রাচীন কংগ্রেস যে কোনমতেই ভয় পেয়ে পিছিয়ে যাবে না লড়াইয়ের ময়দানে থেকে, তাও স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
চলতি মাসেই রাজ্যে ফের একদফা দুয়ারে সরকার
তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে সরকার গড়েছে দিল্লিতে তখন ভালো লেগেছিল। কংগ্রেসের সঙ্গে জোট করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে দিদি, তখনও কংগ্রেসকে ভাল লেগেছিল। কংগ্রেস দলের যুব নেত্রী হয়েছিলেন তিনি। তখনও কংগ্রেস ভালো ছিল। তাহলে হঠাৎ ৬ সেপ্টেম্বরের পর থেকে কেন কংগ্রেসকে খারাপ লাগতে শুরু করল? ভাইপো যাকে তিনি পুত্রস্নেহে মানুষ করেছেন তাকে ইডি ৯ ঘণ্টা জেরা করেছে। তারপরই কংগ্রেস খারাপ! এই ক্রোনোলজিটা সকলের বোঝার দরকার।
তাঁর কথায়, আমি জানিনা মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে সমস্ত বলছেন কিনা। তার কারণ কারণ যে কোন হিসেবেই এটা ধোপে টেকে না যে কংগ্রেসকে বাদ দিয়ে কোন রাজনৈতিক লড়াই বাস্তবিক অর্থে সম্ভব। দিদি বোঝেনা এ কথা আমি বলবো না। বিরোধীদলের কুড়ি শতাংশ ভোট যে পার্টির কাছে তাকে বাইরে রেখে আপনি বিজেপিকে হারাবেন এটা আপনার ৬ সেপ্টেম্বরের পর মনে হয়েছে। এটা আমার ধারণা আদৌ তৃণমূলের ব্যাটন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে কিনা।
ব্যাঙ্গ করে তিমি বলেন, দিদি যত কংগ্রেসকে দেবে গালি, ততো বাজাবে তালি মোদী। কংগ্রেস দুর্বল হলে সবথেকে বেশি খুশি হবে নরেন্দ্র মোদি। দিদি সেই কাজটা খুব সূচারু ভাবে করছেন। তার কারণ পেছনে পিকের মদত রয়েছে। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। সেদিন বিজেপিকে ক্ষমতায় আনার পেছনে স্লোগান তৈরি করেছিলেন পিকে, ‘আচ্ছে দিন’। সেই ২০২১ সালে স্লোগান তৈরি করলেন ‘দুয়ারে সরকারের’। রাজনৈতিক সচেতন মানুষের কাছে বিষয়টি ভেবে দেখার অনুরোধ করবো।