লোকসভায় অধিনায়ক বদল, পদ হারাতে পারেন অধীর রঞ্জন চৌধুরী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লোকসভায় অধিনায়ক বদল করতে পারে জাতীয় কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরীর পরিবর্তে এবার অন্য কেউ হতে পারেন লোকসভার বিরোধী দলনেতা। কংগ্রেস সূত্রে ইঙ্গিত মিলেছে তেমনি।
জানা গিয়েছে জি-২৩ নেতাদের মধ্যে কেউ লোকসভার বিরোধী দলনেতা হতে পারেন। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বিরোধী দলনেতা দৌড়ে নেই রাহুল গান্ধী। শশী থারুর, মণীশ তিওয়ারি, গৌরব গগৈ, রবনিত সিং বিট্টু, এবং উত্তম কুমার রেড্ডির নাম উঠে আসছে এই দৌড়ে।
১৯ জুলাই শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগে এই খবর প্রকাশ্যে আসায় রীতিমতো জল্পনার পারদ তুঙ্গে। দীর্ঘদিন ধরে কংগ্রেসের সৈনিক অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের দায়িত্ব তাঁর ঘাড়ে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির ফলে অধীর চৌধুরীর ওপর আস্থা রাখতে পারছেন না কর্মীরাই। সম্প্রতি আব্দুল মান্নান সেকথা আরো স্পষ্ট করে দিয়েছেন। একমাত্র হাইকমান্ডের নির্দেশ ছাড়া কারো নির্দেশ তিনি শুনবেন না, একথা তিনি জানিয়ে দিয়েছেন। একইসঙ্গে দিন কয়েক আগে সোনিয়া গান্ধীকে চিঠি লিখে প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
কলকাতার পরেই বাংলাদেশে JMB ডেরায় অভিযান, প্রবল বিস্ফোরণ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ এবং বামেদের সঙ্গে জোটে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে কংগ্রেস। দীর্ঘদিন ধরে যে সমস্ত এলাকা নিজেদের গড় বলে দাবি করত কংগ্রেস হারিয়েছে সেই সব জায়গাও।সম্প্রতি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় যোগ দিয়েছেন তৃনমূলের তাতে অনেকেই অধীর রঞ্জন চৌধুরীকে দোষারোপ করেছেন।
জি-২৩ নেতাদের নিয়ে অন্তর্কলহে বেশ কয়েকদিন ধরেই ভুগছে কংগ্রেস। আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার আগে রয়েছে ত্রিপুরা ও উত্তর প্রদেশের মত রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জীতিন প্রসাদ যোগ দিয়েছেন বিজেপিতে।
তাই কোনমতেই কোন্দল প্রকাশ্যে আসতে দিতে নারাজ কংগ্রেস। যদিও সোনিয়া গান্ধী সেই বিদ্রোহ ঠেকাতে ময়দানে নামলেও সম্পূর্ণ ক্ষোভের আগুন নেভাতে সক্ষম হননি। অন্তর্কলহে জেরবার কংগ্রেসের ছাপ পড়ছে সংগঠনেও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা পরিবর্তনের মাধ্যমে সেই স্রোতে কিছুটা হলেও প্রলেপ দেওয়া সম্ভব হবে বলে মনে করছে হাইকমান্ড।