‘সারনা’ ধর্মকে সামনে রেখে ২০২১ সালে জনগণনার দাবিতে বিক্ষোভে শামিল আদিবাসি সেংগেল অভিযান কমিটি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ‘সারনা’ ধর্মকে সামনে রেখে ২০২১ সালে জনগননার দাবিকে সামনে রেখে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো আদিবাসি সেংগেল অভিযান কমিটি। এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা জেলাশাসকের মাধ্যমে তাদের দাবি পুরণ করার জন্য দেশের রাষ্ট্রপতির কাছে তাদের দাবি পেশ করল।

বৃহস্পতিবার দুপুরে জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসি সমাজের পুরুষ,  মহিলা ও নাবালিকারা এই সংগঠনের বালুরঘাট শহরে এসে জমায়েত করেন। সেখান থেকে তাদের এই একটি দাবিকে সামনে রেখে জেলাশাসকের দপ্তরের সামনে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তা পরিক্রমা করে।

যদিও জেলাশাসকের দপ্তরের সামনে পুলিশি প্রহরা থাকায় তারা মিছিল নিয়ে দপ্তরে ঢুকতে গেলে বাধা পেয়ে বিক্ষোভ দেখাতে থাকে। গুরুত্বপুর্ন রাস্তা আটকে বিক্ষোভচলে দীর্ঘক্ষণ।

দল বদলালে কেউ যদি বেইমান হয়, তার সবথেকে বড় উদাহরণ মুখ্যমন্ত্রী- বিস্ফোরক শীলভদ্র দত্ত

যদিও পুলিশ শহরের প্রধান রাস্তায় যান চলাচল সচল রাখতে জেলাশাসকের দপ্তরের আগে থেকেই যানবাহনকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেয়। পরে পুলিশ আদিবাসি সেংগেল অভিযান কমিটির জেলা নেতৃত্বরদের নিয়ে জেলাশাসকের দপ্তরে তাদের দাবি সনদ পেশ করার জন্য নিয়ে গেলে বিক্ষোভকারীরা শান্ত হয়।

আদিবাসি সেংগেল অভিযান কমিটির জেলা সভাপতি বিভূতি টুডু জানান সারা রাজ্যের পাশাপাশি তাদের এই জেলাতে তাদের ” সারনা ধর্মকে ২০২১ এর জনগননায় অন্তর্ভুক্তি করনের দাবিতে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করার জন্য আজকের তাদের এই কর্মসুচি।

সম্পর্কিত পোস্ট