পিকে যেন ঝুলনের দাদু,দিদিকে যেমন নাড়ান, দিদি তেমন নড়েনঃ অধীর চৌধুরী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভবানীপুরের ভোটার হলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। ২২২ নম্বর পার্ট নম্বরের ভোটার তিনি। ৩০ সেপ্টেম্বর সেন্ট হেলেন স্কুলে ভোট দিতে দেখা যাবে তাঁকে। ভোটার সিরিয়াল নম্বর ৯০৫। বছর  ৪৪ । বাবার নাম শ্রীকান্ত পান্ডে। তাও উল্লেখ রয়েছে সেই তালিকায়। এখবর প্রকাশ্যে আসতেই বিজেপির সুরে সুর মিলিয়ে তৃণমূলকে-পিকে কে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

রবিবার সংবাদবাদিক বৈঠকে অধীর বলেন, “দিদিকে এখন চালাচ্ছেন পিকে। তিনি বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। কুয়োর ব্যাঙ দিদি, তাঁর মুখে প্রশান্ত কিশোর এত গ্যাস ভরছে যে এ বার ফেটে যাবে। দিদির দল এখন পিকের উপর নির্ভরশীল। এতটাই যে নিজের কেন্দ্রে ভোটার লিস্টে নাম তুলিয়েছে।”

রবি ও সোমবার দুর্যোগের আশঙ্কায় বাতিল ১৪ জোড়া ট্রেন

এদিন TMC-PK কে একযোগে নিশানা করে তিনি বলেন, “প্রশান্ত কিশোর মানেই এখন তৃণমূল। শাসক দলের কোনও আলাদা অস্তিত্ব নেই। পিকে যেন ঝুলনের দাদু। দিদিকে যেমন নাড়ান, দিদি তেমন নড়েন। ভোটকুশলী যে রাজ্যসভার সাংসদ হতে উঠে পড়ে লেগেছেন তা কি কেউ বোঝেন না! গোটা দলটা এখন পিকের নেতৃত্বেই চলে।”

প্রদেশ কংগ্রেস সভাপতি ওরফে বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কথায়, “পিকে দিল্লিতে কাকে নিয়ে বৈঠক করবেন, তা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। ও কার সঙ্গে বৈঠক করবেন তা ওঁর ব্যাপার। প্রশান্ত কিশোর আমাদের ভাগ্যবিধাতা নন। আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এমন কোনও নির্দেশ আসেনি। শরদ পাওয়ার কী করবেন তা ওঁর ব্যাপার। সে বিষয়ে কিছু বলার নেই।”

সম্পর্কিত পোস্ট