Aditya L1 : সূর্যের ছবি তুলে পৃথিবীতে পাঠাল ভারতের সৌরযান আদিত্য L-1 , কোন ক্যামেরায় উঠল ছবি ? চমকাবেন আপনিও

সূর্যের সম্পূর্ণ ছবি তুলে পৃথিবীতে পাঠাল ভারতের সৌরযান

The Quiry :  সম্প্রতি মহাকাশ থেকে সূর্যের সম্পূর্ণ ছবি তুলে পৃথিবীতে পাঠাল ভারতের সৌরযান। আদিত্য (L-1 Aditya L1) মহাকাশযান SUIT এর মাধ্যমে ২০০ থেকে ৪০০ ন্যানোমিটারের মধ্যে সূর্যের কিছু সম্পূর্ণ তরঙ্গদৈর্ঘ্যের ছবি ধারণ করেছে। এই প্রথম SUIT সূর্যের সম্পূর্ণ ডিস্ক ছবি তুলেছে। কিন্তু জানেন কি, এতে এমন কোন ক্যামেরা লাগানো আছে, যার জন্য সূর্যের এমন ঝকঝকে ফটো তুলতে পারছে যানটি। জানলে চমকে যাবেন আপনিও।

এই প্রথম SUIT এর সাহায্যে সূর্যের সামনের অংশের সম্পূর্ণ ছবি তোলা হয়েছে। ISRO-র এই মহাকাশযানে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ব্যবহার করা হয়েছে , যা সূর্যের আলোকমণ্ডল এবং ক্রোমোস্ফিয়ারের ছবি তুলেছে। ফটোস্ফিয়ার মানে সূর্যের পৃষ্ঠ , অন্যদিকে ক্রোমোস্ফিয়ার মানে পৃষ্ঠ এবং বাইরের বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত পাতলা স্তর। ক্রোমোস্ফিয়ার সূর্যের পৃষ্ঠের উপরে ২০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

আরও খবর- Prime Minister Narendra Modi : প্রধানমন্ত্রী মুখ নরেন্দ্র মোদী – পোস্টার প্রকাশ করে প্রচার শুরু বিজেপির

Aditya L1 : সূর্যের ছবি তুলে পৃথিবীতে পাঠাল ভারতের সৌরযান আদিত্য L-1 , কোন ক্যামেরায় উঠল ছবি ? চমকাবেন আপনিও

SUIT টি বহু বিজ্ঞানী মিলে তৈরি করেছেন। সেই তালিকায় রয়েছে , মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন , ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স , সেন্টার ফর এক্সিলেন্স ইন স্পেস সায়েন্স ইন্ডিয়ান , ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স , উদয়পুর সোলার অবজারভেটরি , তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। চলতি বছরের ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-L1। প্রায় সাড়ে ১০ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে সেটি।

সম্পর্কিত পোস্ট