Adityal 1 : লক্ষপূরণ থেকে এক ধাপ দূরে আদিত্যএল ১‘ ! সূর্য জয়ে শীঘ্রই ভারতের স্বপ্নপূরণ
শীঘ্রই ভারতের স্বপ্নপূরণ
The Quiry : Adityal 1 ডেস্টিনেশন’-এ পৌঁছানোর জন্য শনিবার শেষ ‘অগ্নিপরীক্ষা’-য় বসতে চলেছে সৌরযান আদিত্য এল ১। শনিবার বিকেল চারটে নাগাদ সেই ‘অগ্নিপরীক্ষা’ হতে চলেছে।
ভারতের মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, যে এল-১ পয়েন্টে (লুগ্রেঞ্জ পয়েন্ট) পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে আদিত্য এল-১ , সেখানে শনিবার পৌঁছে যাবে ভারতের সৌরযান। সেটার জন্য নিখুঁতভাবে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ইসরোকে।
Adityal 1 : লক্ষপূরণ থেকে এক ধাপ দূরে আদিত্যএল ১‘ ! সূর্য জয়ে শীঘ্রই ভারতের স্বপ্নপূরণ
আরও খবর- Chief Minister : বাংলার শাড়ির জি আই ট্যাও প্রাপ্তি , উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী জানালেন অভিনন্দন
গত ২ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছে ভারতের সৌরযান আদিত্য এল-১। দীর্ঘ ১৫ লাখ কিলোমিটার পাড়ি দিয়েছিল। যাত্রা শুরুর ১২৭ দিনের মাথায় চূড়ান্ত ‘অগ্নিপরীক্ষা’-য় বসতে চলেছে সৌরযান আদিত্য এল-১। সেই এল১ পয়েন্ট থেকেই সূর্যকে নিয়ে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবে ইসরো। কোনওরকম গ্রহণ বা বাধা ছাড়াই ‘নজর’ রাখতে পারবে সূর্যের উপর।