করোনা আবহে দুঃসাহসিক চুরি বালুরঘাটে, ৫ ভরি সোনা ও নগদ নিয়ে গায়েব দুস্কৃতিরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘুমন্ত অবস্থায় ব্যবসায়ী ও তার পরিবারকে ঘরবন্দী করে রেখে দুঃসাহসিক চুরি। বালুরঘাট শহরের করবীতলা(ডাক বাংলো পাড়া) এলাকার ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে।

জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা অভিজিৎ দাস পেশায় ব্যবসায়ী। তার বাড়িতেই এই চুরির ঘটনা সামনে আসে রবিবার সকাল হতেই। খবর পেয়ে ওই বাড়িতে যায় বালুরঘাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ব্যবসায়ী অভিজিৎ দাস বলেন, তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে চোর বা চোরের দল। রাতে একটি ঘরে ঘুমিয়ে ছিলাম স্ত্রী ও কন্যাকে নিয়ে। জেগে গেলেও আমরা যাতে বাইরে বের হতে না পারি, তার জন্য আমাদের ঘরের দরজাটি আটকে দেওয়া হয় বাইরে থেকে শেকল তুলে।

সোমবার থেকেই সুন্দরবনে শুরু পর্যটনা ব্যবসা

তার কথায়, এরপর পাশের ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে নেয়। ৫ ভরির বেশি সোনার গহনা এবং নগদ ১৫ হাজার টাকা চুরি গিয়েছে।

তিনি বলেন, এদিন ভোরে ঘুম ভাঙার পরে বাইরে বের হতে পারছিলাম না। ডাকাডাকিতে পাশের বাড়ি থেকে কাকা এসে আমাদের ঘরের দরজার বাইরের দিকের শেকল খুলে দিয়েছে।

বাড়ির উঠনে গহনা বাক্স এবং একটি হাসুয়া ফেলে গিয়েছে চোর বা চোরের দল। অভিজিৎ বাবু প্রশাসনের কাছে আবেদন জানান, অপরাধীদের ধরে পুলিশ অবিলম্বে চুরি যাওয়া জিনিস উদ্ধার করুক।

সম্পর্কিত পোস্ট