বোরখা ফেলে আফগানি নারীরা নিলেন A K 47, তালিবান খতম করার কসম

দ্য কোয়ারি ডেস্ক: আইএস খতমকারী কুর্দিসদের মতো বন্দুক নিয়ে তৈরি আফগান মহিলারা। দেশী বন্দুক নয়, রীতিমতো এ কে ৪৭, মেশিনগান নিয়ে তালিবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আফগানি মহিলারা।

আফগানিস্তান থেকে সরে যাচ্ছে মার্কিন সেনা। ফের সক্রিয় হতে শুরু করেছে তালিবান। মনোবল হারিয়ে একের পর এক এলাকা থেকে পিছু হটেছে আফগানি সেনা। দেশটির ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখলে নিয়েছে তালিবান। সেখানে পুনরায় কড়া ধর্মীয় শরিয়া আইন জারি হয়েছে। রাজধানী কাবুল ঘিরে নিয়ে তালিবান জঙ্গিরা এগিয়ে আসছে। বন্ধ হচ্ছে দূতাবাসগুলি।

ফের কি আফগানিস্তানে তালিবান জঙ্গি সরকার হবে ? ফিরবে প্রকাশ্যে একলা বের হওয়া মহিলাদের মৃত্যুদণ্ড সহ বহু নৃশংস নিয়ম? এই আশঙ্কা বিশ্বজুড়ে। তালিবানদের বরদাস্ত করতে রাজি নন এবার আফগানিরা। ফলে সরাসরি সংঘর্ষে তারা যাচ্ছেন। এতেই অংশ নিয়েছেন মহিলারা।

বোরখা ঢাকা মুখেই বন্দুক তুলে নিয়েছেন আফগানি গৃহবধূ। কেউ এসেছেন মুখ খোলা অবস্থায়। হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বিবিসি ও আল জাজিরার খবর,আফগানিস্তানের । মধ্য ও উত্তরাঞ্চলের কয়েকশ মহিলা বন্দুক নিয়ে রাস্তায় নেমে তালিবানদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলটি হয়েছে ঘুর প্রদেশে। সেখানে মহিলারা অস্ত্র হাতে রাস্তায় নেমে তালিবান বিরোধী শ্লোগান দিয়েছেন।

এর আগে ইরাক ও সিরিয়ায় ত্রাস তৈরি করেছিল ইসলামিক স্টেট জঙ্গিরা। তাদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছিলেন কুর্দিস্তান স্বশাসিত এলাকাবাসী। এই লড়াইয়ে কুর্দিস মহিলাদের ভূমিকা দেখে চমকে গিয়েছিল দুনিয়া। জঙ্গিদের কাছে ত্রাস ছিলেন কুর্দিসরা। তাদের মহিলা বাহিনির ভয়ঙ্কর হামলায় একের পর এক এলাকা হাতছাড়া হয় আইএসের। একইসঙ্গে মার্কিন ও ইরাকি সেনার যৌথ আক্রমণে খতম হয় আইএসের তথাকথিত খিলাফত বা ধর্মীয় রাষ্ট্রের।

সেই লড়াই থেকেই অনুপ্রেরণা নিয়ে আফগানি মহিলারা তালিবান জঙ্গিদের রুখতে সশস্ত্র প্রতিরোধে নামলেন। গত নব্বই দশকে আফগানিস্তানে তালিবান সরকার কায়েম হয়েছিল। সেই সময় কড়া ধর্মীয় অনুশাসন রীতি শরিয়া আইনে মহিলাদের উপর শুরু হয় অত্যাচার ও ধর্ষণ। সেই ভয়াবহ মুহূর্ত যাতে ফিরে না আসে তার জন্য আফগানি মহিলারা এবার রণংদেহী মূর্তি নিলেন।

সম্পর্কিত পোস্ট