১২ দিনের লড়াইয়ের পর মারা গেলেন বিধাননগরের করোনা আক্রান্ত তৃণমূল কাউন্সিলর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মারণ ভাইরাসের কোপে মৃত্যু হল শাসক দলের আরও এক নেতার। বিধায়ক তমোনাশ ঘোষের পর এবার মারা গেলেন বিধাননগর কর্পোরেশনের এক কাউন্সিলর। এবার মারণ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোস।
বাগুইআটি এলাকার এই কাউন্সিলর বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গ নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তাঁর লালারস পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে।
বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ করোনা লড়াই শেষ হয় ওই কাউন্সিলরের। করোনায় ছোবলে বিধাননগরের এই প্রথম কোনও কাউন্সিলারের মৃত্যু ঘটল। তাঁর এই মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্থিতিশীল রয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম
তিনি জানিয়েছেন, করোনা লড়াইয়ের একজন যোদ্ধার জীবনাবসান হল। আমি এই খবরে অত্যন্ত শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে এই সময়ে রয়েছি। কাউন্সিলরের স্ত্রী ও পুত্রও করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি।
এর আগে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এবার মারা গেলেন বিধাননগরের এই কাউন্সিলর। যা শাসক দল তথা সমগ্র রাজ্যের পক্ষেই খারাপ খবর।
শুধু এই কাউন্সিলর নয়, নবান্নের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক আধিকারিকও করোনায় আক্রান্ত হয়েছেন বলেই জানা গিয়েছে।
প্রাক্তন কলকাতা পুলিশের এসি তথা নবান্নের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বে থাকা ওই আধিকারিক কোভিড পজিটিভ হয়ে গতকাল বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও তাঁর অবস্থা মোটের ফর স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
গত বছর কলকাতা পুলিশ থেকে অবসরের পর রাজ্যের তরফ থেকে তাঁকে বিশেষ আধিকারিক রূপে নিয়োগ করা হয়। তিনি নবান্নে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।