২৬ ঘন্টা টানা জেরার পর গ্রেফতার পার্থ, আটক অর্পিতাও ; টান টান উত্তেজনা রাজ্য জুড়ে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলা তো বটেই এ বোধহয় সারা দেশের নিরিখে বিরল ঘটনা। আস্ত একটা গোটা দিন পেরিয়ে যাওয়ার পর‌ও জেরা চলল রাজ্যের হেভিওয়েট রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায়ের। টানা প্রায় ২৬ ঘন্টা জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে। এক‌ই সময়ে গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি।

শনিবার সকালে ইডির পক্ষ থেকে জানানো হয় টালিগঞ্জ করুণাময়ীর কাছে ডায়মন্ড সিটি বহুতলে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার টাকার পরিমান বেড়ে হয়েছে ২১ কোটি!

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর তদন্তে সহযোগিতা করননি পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি। বিপুল অর্থের উৎস নিয়েও কোন‌ও সঠিক জবাব দিতে পারেননি অর্পিতা। সম্ভবত এই সব কারণেই শেষ পর্যন্ত গ্রেফতার হলেন তাঁরা।

শুক্রবার গভীর রাতেই পূর্বাঞ্চলীয় জয়েন্ট ডিরেক্টর সহ ইডির তদন্তকারী আধিকারিকদের আরও দুটি দল পার্থবাবুর বাড়িতে পৌঁছে যায়। সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানের সংখ্যাও বাড়ানো হয়।

এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি পরীক্ষার নিরীক্ষার জন্য বিশেষজ্ঞদের চিকিৎসকদের একটি দলকে নাকতলার বাড়িতে শনিবার সকালেই ডেকে পাঠায় ইডির আধিকারিকরা। সূত্রের খবর কার্ডিওলজি, মেডিসিন সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল টিম তৈরি করা হয়েছে।

এদিকে অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকার পাশাপাশি ৫০ লক্ষ টাকার সোনার গয়না খুঁজে পেয়েছে ইডি। সঙ্গে ২০ টি মোবাইল ফোন! তবে টাকার পরিমাণ বাড়তে পারে। কারণ নোট গণনা এখনও চলছে! সেই সঙ্গে বেলঘরিয়ার একটি বহুতল আবাসনে অর্পিতা মুখার্জির দুটি ফ্ল্যাটের হদিস পাওয়া গিয়েছে।

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরেক মহিলার কথা জানা গিয়েছে যিনি বাংলার অধ্যাপিকা, নাম মোনালিসা দাস। শান্তিনিকেতনের এই মহিলার নামে ১০ টি ফ্ল্যাট আছে বলে খবর।

সম্পর্কিত পোস্ট