চল্লিশোর্ধ কেউ আর যুব সংগঠনে নয়: অভিষে
দ্য কোয়ারি ডেস্ক: দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রবীণ হতে চলা নেতাদেরও দেখা যেত যুব সংগঠনে খুঁটি শক্ত করে বসে থাকতে।এখন থেকে তা আর হবে না।
৪০ উর্দ্ধ কেউ দলের যুব সংগঠনে জায়গা পাবেন, এখন তা আর হবে না। এখন থেকে আর শিং ভেঙে দলে বাছুরের দলে ঢোকা যাবে না। তৃণমূলে জায়গা পাবেন শুধু যুবরাই।
বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে দল। দলের যুব সংগঠনে রদবদলের পর এদিনই নব নির্বাচিত নেতাদের নিযে বৈঠকে বসেছিলেন তৃণমূল যুবসভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
করোনা আবহের তিনি প্রত্যেক জেলার নেতাদের সঙ্গেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। আর সেখানেই তাঁর স্পষ্ট বার্তা চল্লিশোর্ধ কেউকে আর যুব সংগঠনে জায়গা দেওয়া যাবে না।
আরো পড়ুন:করোনা ও বন্যায় বিধ্বস্ত বিহার, ঘরছাড়া ২৫ হাজারের অধিক
একইসঙ্গে দলের কার্যনির্বাহী বা কার্যকরী সভাপতির পদও এদিন তুলে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এবার থেকে যব সংগঠনে থাকবে শুধু সভাপতি, সাধারণ সম্পাদক সম্পদক এই পদগুলি।
প্রতিটি জেলার যুব সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত তাঁদের কাজের জন্য কমিটি গঠন করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিতে।
১০ আগস্টের মধ্যেই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হোক চান তৃণমূল যুব সভাপতি।
দলের নব মনোনিত কমিটির সদস্যদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সংগঠনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন।সংগঠনের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, যুব সংগঠনের কাজ হবে সাধারণ মানুষের সুবিধা অসুবিধায় তাঁদের পাশে দাঁড়ানো।
এদিন ডায়মণ্ড হারবারের সাংসদ বলেন, আমাদের কাজ হল বাংলার যুব সমাজে রাজনীতির প্রতি অগ্রহ তৈরি করা। ছাত্র-যুবরাই আমাদের ভবিষ্যত।ঠিকমতো তাঁদের পরিচালিত করা গেলে, সমাজের উন্নয়নের জোয়ার আনা সম্ভব। যাতে সাধারণ যুব সমাজের তৃণমূলের প্রতি আগ্রহ বাড়ে সেই লক্ষ্যে কাজ করতে হবে।
এদিন যুবশক্তি সংগঠনে নথিভুক্তদের সঙ্গেও কথা বলেন অভিষেক। ইতিমধ্যেই এই কর্মসূচিতে বাংলার প্রায় পাঁচলক্ষ্যের বেশি যুব সম্প্রদায়ের প্রতিনিধি নাম নথিভুক্ত করেছেন।
তাঁদের সঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, মানুষের জন্য কাজ করতেই আপনারা এই এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এটা একটা মহৎ মিশন। আপনারা মানুষের পাশে থাকুন। মানুষের জন্য কাজ করুন। দল কী বলছে তার জন্য অপেক্ষা নয়। বরং কী করলে মানুষের ভালো হবে তারজন্য পরিকল্পনা করুন।
সেখানেও তিনি বলেন, অপনারা অল্পবয়সীদের নিয়ে কমিটি তৈরি করুন। এবং কাজের জন্য প্রস্তুত হোন।
এই ভিডিয়ো কনফারেন্সের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইট ফেসবুকে লিখেছেন, আজ, আমি নবনিযুক্ত তৃণমূল যুবর রাজ্য কমিটি, জেলা কমিটি এবং অন্যান্য যুব নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছিলাম। সেখানে জেলা, ব্লক ও অন্যান্য কমিটির পদ গঠনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
তদুপরি, সমস্ত লকডাউন প্রোটোকল, সামাজিক দূরত্বের নিয়মাবলী এবং কোভিড সতর্কতা বিবেচনায় রেখে আমাদের যুবশক্তির যুব যোদ্ধাদের কর্তব্য নিয়েও ব্যাপকভাবে আলোচনা হয়েছে। আমাদের সমস্ত যুব সদস্যদের তাদের নতুন দয়িত্ব এবং প্রচেষ্টাগুলির জন্য তাঁদের শুভেচ্ছা জানাই। নিরাপদে থাকো।