দীর্ঘ ৬ মাস পর চাকা গড়ালো লোকালের, খুশি যাত্রীরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা (Coronavirus) আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে সকলের জন্য চাকা গড়াল লোকাল ট্রেনের (Local Train)। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য (Westbengal)।গড়িয়া স্টেশনে (Gariya Station) যে ভিড় অন্যান্য দিনে দেখা যায়, তার থেকে ভিড় কিছুটা কম। খুশি যাত্রীরা।
জানা যাচ্ছে আপাতত শিয়ালদা (Sealdah Division) শাখায় ৯২০টি এবং হাওড়া (Howrah) শাখায় ৪৮৮টি লোকাল ট্রেন চলবে। যদিও আজ রবিবার। তাই ট্রেনের সংখ্যা কম। সোমবার থেকে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে। বারাসাত স্টেশনে (Barasat) বনগাঁ (Bongaon) লোকালের চেনা ছবি। শিকেয় দূরত্ব বিধি। ট্রেনের সংখ্যা বাড়ালে ভিড় একটু কমতে পারে, মনে করছেন যাত্রীরা।
Tripura: কোর্টের রায়ে তৃণমূলের ‘নৈতিক জয়’, অভিষেকের জনসভায় মেগা যোগদান ঘিরে জল্পনা
দক্ষিণ–পূর্ব রেলের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার থেকে মোট ৪৮টি ইএমইউ ট্রেন (EMU Train) চালু হবে। পরিস্থিতি দেখে নিয়ে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। হাওড়া (Howrah)–খড়গপুর (Kharagpur)–মেদিনীপুর (Medinipur), শালিমার(Shalimar)–সাঁতরাগাছি (Satragachi), পাঁশকুড়া–হলদিয়া, সাঁতরাগাছি–আমতা, তমলুক–দিঘা লাইনে এই ট্রেনগুলি চলবে। আপ লাইনে ২৩টি ও ডাউন লাইনে চলবে ৩৫টি ট্রেন চলবে রবিবার থেকে।
আপ লাইনে ট্রেন চলাচল সূত্রে খবর, হাওড়া–মেদিনীপুর লাইনে ৭টি, হাওড়া–পাঁশকুড়া লাইনে ২টি, সাঁতরাগাছি–পাঁশকুড়া লাইনে ১টি, হাওড়া–আমতা লাইনে ২টি, হাওড়া–হলদিয়া লাইনে ২টি, হাওড়া– খড়গপুর লাইনে ২টি, হাওড়া–মেচেদা লাইনে ১টি, সাঁতরাগাছি–মেচেদা লাইনে ২টি, পাঁশকুড়া–দিঘা লাইনে ১টি, মেচেদা–দিঘা লাইনে ১টি এবং শালিমার–সাঁতরাগাছি লাইনে ১টি ট্রেন চালু হবে।
ডাউন লাইনে ট্রেন চলাচল সূত্রে খবর, মেদিনীপুর–হাওড়া লাইনে ৬টি, পাঁশকুড়া–হাওড়া লাইনে ২ টি, মেচেদা–হাওড়া লাইনে ২টি, বাগনান–হাওড়া লাইনে ১টি, আমতা–হাওড়া লাইনে ২টি, খড়গপুর–হাওড়া লাইনে ৩টি, হলদিয়া–হাওড়া লাইনে ২টি, দিঘা–পাঁশকুড়া লাইনে ১টি, পাঁশকুড়া–সাঁতরাগাছি লাইনে ১টি, সাঁতরাগাছি–শালিমার লাইনে ২টি, দিঘা–মেচেদা লাইনে ১টি, মেদিনীপুর–খড়গপুর লাইনে ১টি এবং মেচেদা– সাঁতরাগাছি লাইনে ১টি ট্রেন চালু হবে।