৬৯ দিন পর খুলল শাহিনবাগের রাস্তা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল দিল্লির শাহিনবাগের আন্দোলন। তারপর কেটে গেছে ৬৯ দিন। শীতের কনকনে ঠান্ডাতেও প্রতিবাদে অনড় থেকেছেন মহিলারা। বন্ধ হয়ে গিয়েছিল ফরিদাবাদ থেকে নয়ডা যাওয়ার রাস্তা। অবশেষে ৬৯ দিন পর শুক্রবার সেই রাস্তা খুলে দেওয়া হল। যদিও নয়ডা থেকে দিল্লি যাওয়ার রাস্তা এখনও বন্ধ রয়েছে।
শাহিনবাগে আন্দোলনের ফলে দীর্ঘদিন বন্ধ হয়ে যায় দিল্লি থেকে নয়ডা যাওয়ার একটি গুরুত্বপুর্ণ রাস্তা। এনিয়ে একাধিক অভিযোগ তোলেন এলাকার সাধারণ মানুষ। যার ফলেই চাপ ক্রমশ বাড়ছিল দিল্লি-নয়ডা ফ্লাইওভারের ওপর।
Noida-Faridabad road has been reopened. It was shut for the last 69 days due to ongoing anti-CAA/NRC protest in Shaheen Bagh in Delhi https://t.co/zsV4kFoDlK pic.twitter.com/8sfks8e8LH
— ANI (@ANI) February 21, 2020
এবিষয়ে মামলা দায়েরের পর হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। আন্দোলন চলতেই পারে, তবে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়। এমনটাই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান আইনজীবী সঞ্জয় হেগড়ে এবং সাধনা রামচন্দ্রণ।
এরপরেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা জানান আইনজীবীরা। আইনজীবীদের সঙ্গে কথা বলে একদিকের রাস্তা খুলে দিতে রাজি হন আন্দোলনকারীরা। যতদিন না নাগরিকত্ব সংশোধনী আইন তুলে নেওয়া হবে ততদিন এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার আন্দোলনকারীদের সিদ্ধান্তে খুশি হন আইনজীবীরা। এমনকি এর জন্য পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। তবে দিল্লি থেকে নয়ডার ১৩ এ রাস্তা খুলে যাওয়ায় এখন অনেকটাই স্বস্তির মুখে দিল্লিবাসী।