শুক্রবার নয়, রবিবার ব্রিগেডের পর প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার প্রথম দুই দফার প্রার্থী তালিকা প্রকাশের কথা ছিল বিজেপির। সুচী বদল করে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। সূত্রের খবর, রবিবার দুপুর দুটো নাগাদ ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই প্রার্থী তালিকা প্রকাশিত হবে বিজেপির দিল্লির সদর দফতরে।
বিজেপি সূত্রে খবর, এই মুহুর্তে নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশকে ঘিরে চুড়ান্ত ব্যস্ততা রয়েছে জেলা নেতৃত্বদের মধ্যে। তাই এখনই প্রার্থী তালিকা প্রকাশ করলে সমস্যা দেখা দিতে পারে। তাই সময় নিয়েই প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছে বিজেপি।
ওই দিন ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। এছাড়াও আরও বেশ কিছু মানুষ সেদিনের জনসভায় বিজেপিতে যোগদান করতে পারেন। এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুনঃ West Bengal Assembly Election- প্রার্থী পছন্দ নয়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ আমডাঙা ও বসিরহাটে
বুধবার সন্ধ্যেবেলায় বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশ কিছু আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় একাধিক নাম থাকায় প্রার্থী বাছাই করেন প্রধানমন্ত্রী নিজেই। তবে বিজেপির প্রার্থী তালিকায় বেশ কিছু চমক থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
যদিও বামেদের ব্রিগেডে বিপুল জনসমর্থনের পর ব্রিগেডের সমাবেশকে বিশেষ নজর রাখতে চাইছে গেরুয়া শিবির। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর প্রথমবার পশ্চিমবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী। তাই শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলীয় কর্মীরা।
অন্যদিকে শুক্রবার পুর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। প্রথম দুই দফার নির্বাচনে ‘সংযুক্ত মোর্চা’র সমর্থনে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যদিও এআইসিসি থেকে এখনও প্রার্থী তালিকা না মেলায় নাম ঘোষণা করেনি কংগ্রেস। অন্যদিকে একটু সময় নিয়ে প্রার্থী ঘোষণা করতে চাইছে আইএসএফও।