ছটপুজোর পরই রাজ্য জুড়ে দুয়ারে রেশনের ঘোষণা সরকারের
দ্য কোয়ারি ডেস্ক: ডিলারদের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্ভুত সমস্যার সমাধান করে নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যে রাজ্যে দুয়ারে রেশন (Duyare Ration) প্রকল্প শুরু করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। এজন্য চুৃড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে জেলাপ্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ছট পুজোর (chattpuja)পরেই আনুষ্ঠানিক ভাবে গোটা রাজ্যে দুয়ারে রেশন চালু করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে নবান্ন(Nabanna) সূত্রে জানা গেছে।
এক দেশ এক রেশন কার্ড (one nation one ration) কর্মসূচির আওতায় এখন অব্দি রাজ্যের প্রায় ৭০% গ্রাহকের রেশন কার্ডের (ration card) সঙ্গে আধার যোগের কাজ শেষ হয়েছে বাকি প্রায় ৩০% রেশন কার্ডের সঙ্গে আধার যোগের কাজ দ্রুত শেষ করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ছট পুজোর পরে যখন দুয়ারে রেশন গোটা রাজ্যে চালু হলেও আধার-রেশন কার্ড সংযোগের কাজ কিছুটা বাকি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু তা না হলেও দুয়ারে রেশন প্রকল্প সবর্ত্র চালু করার কাজ যেন পিছিয়ে না যায় তা নিশ্চিত করতে বলেছে নবান্ন।
জেলা প্রশাসনগুলি জানাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে যথাযথ ওজনের সামগ্রি উপভোক্তারা যাতে পান, তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। ফলে কী ভাবে সেই পদ্ধতি অভিযোগমুক্ত রাখা যায়, সেই কৌশল স্থির করতে হবে জেলা কর্তাদের।
এ ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে উপভোক্তার সামনে ওজনযন্ত্রে রেশন সামগ্রির প্যাকেটের ওজন মাপার বন্দোবস্ত করা যায় কি না, সে বিষয়ে একটা ভাবনাচিন্তা চলছে। যত দ্রুত সম্ভব এই পদ্ধতি স্থির করে ফেলতে হবে জেলা প্রশাসনগুলিকে।
পাশাপাশি, রেশন বিলির ভার যেহেতু রেশন ডিলারদের উপরেই থাকছে, ফলে তাঁদের সঙ্গে জেলা প্রশাসনগুলিকে সমন্বয় রেখে কাজ করতে হবে।