ইডি, সিবিআইয়ের পর এবার আসরে এস‌এফ‌আইও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আগে থেকেই তদন্ত করছিল সিবিআই। বেআইনি আর্থিক লেনদেনের হদিশ পেয়ে আসরে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারাই পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে গ্রেফতার করেছে।

পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ইডিই ২১ কোটিরও বেশি নগদ টাকা বাজেয়াপ্ত করেছে। কিন্তু এই বেআইনি আর্থিক লেনদেনের জাল বিদেশেও ছড়িয়ে থাকতে পারে আশঙ্কা করে এবার আসরে নামল এস‌এফ‌আইও বা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এজেন্সি।

আফ্রিকার বাইরেও মাঙ্কিপক্সে মরছে মানুষ, বাড়ছে ভয়

অর্পিতা মুখার্জির বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের বিষয়টি শুধুমাত্র এসএসসি দুর্নীতি মামলার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে বলে গোয়েন্দাদের অনুমান। এর সঙ্গে বিদেশে অর্থ লেনদেনের চক্রের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিষয়টি সিবিআই বা ইডি দিয়ে পুরোপুরি তদন্ত করা সম্ভব হবে না বুঝেই আসরে নামানো হল এস‌এফ‌আইও-কে।

এরা বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে অর্থ পাঠানো বা সেখান থেকে অর্থ এসে পৌঁছানোর গোটা বিষয়টি খতিয়ে দেখবে। সবমিলিয়ে পার্থ ও অর্পিতাকে ঘিরে তদন্তের জাল আরও প্রসারিত হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্পর্কিত পোস্ট