মেঘালয়া কংগ্রেসে ভাঙন ধরিয়ে উত্থান ঘটাতে চায় তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরা, গোয়ার পর এবার ফের উত্তর-পূর্বে নিশানা তৃণমূলের৷ এবার মেঘেদের দেশেও হতে চলেছে ঘাসফুলের ছড়াছড়ি।
তৃণমূল সূত্রে খবর, খুব শীঘ্রই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। সেইসঙ্গে কংগ্রেস ছেড়ে আরও ১৩ জন বিধায়ক তৃণমূলে আসতে চলেছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আগামী মাসেই কলকাতায় এসে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন মুকুল সংমা। ২১ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একপ্রস্থ বৈঠক সারেন তিনি৷ তারপর সরাসরি ফিরে গিয়েছেন মেঘালয়ে।
সেবার তৃণমূলের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। যদিও তখন থেকেই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে ব্যাপক জল্পনা চলছিল। যদিও তৃণমূলের তরফে অনুষ্ঠানিকভাবে এই খবর আগামী দুই-তিন দিনের মধ্যেই জানানো হতে পারে ৷
শোনা যাচ্ছে, শুক্রবার নিজেদের মধ্যে বৈঠক করেই চুড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন মুকুল সাংমা৷ আলাদা আঞ্চলিক দল গঠন না করে বরং তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হতে পারেন তিনি৷
২০২৩ এ মেঘালয়ের নির্বাচনকে মাথায় রেখে শুরু হয়েছে তোরজোড়। খুব শীঘ্রই মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন তৃণমূল নেতৃত্ব৷
২১ জুলাইয়ের মঞ্চ থেকেই জাতীয় রাজনীতির দিকে জোর দেওয়ার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সাধারণ সম্পাদক পদে আনতেই একের পর এক রাজ্যে বিস্তার হচ্ছে তৃণমূলের৷
কিছুদিন আগেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও সহ একাধিক নেতৃত্ব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ এবার মেঘালয়ে বিস্তার ঘটাতে মরিয়া তৃণমূল। সেটা সম্ভবত হতে চলেছে মুকুল সাংমার হাত ধরেই৷