হাথরাসের পর বলরামপুর, ফের দলিত মহিলাকে গণধর্ষণ করে খুন
দ্য কোয়ারি ডেস্ক: আরও এক হিংসাত্মক ঘটনা উত্তরপ্রদেশে। হাথরাস থেকে ৫০০ কিলোমিটার দূরে বলরামপুরে ২২ বছর বয়সী এক দলিত মহিলাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে।
অভিযোগ, একাধিকবার ধর্ষণ করে খুন করা হয়েছে মহিলাকে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, বলরামপুর থেকে লখনউ নিয়ে যাওয়ার পথে মহিলার মৃত্যু হয়।
A 22-yr-old woman who was allegedly gang-raped in Balrampur died y'day.
Police say, "She returned home from work y'day on rickshaw with glucose drip inserted in her hand. Her family was taking her to hospital but she died on the way. Named accused arrested. Further probe on." pic.twitter.com/1Is4uxmpm1
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 30, 2020
পোস্টমোর্টেম রিপোর্ট অনুযায়ী, মহিলাকে ধর্ষণের পাশাপাশি শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়।
নির্যাতিতার মায়ের তরফে জানানো হয়েছে সকালে কলেজে যাওয়ার পথে তাঁর মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, নির্যাতিতার দেহে এমন কিছু ইঞ্জেক্ট করা হয় যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ধর্ষণ করে অভিযুক্তরা।
বাড়ি ফেরার পর নির্যাতিতার দাঁড়ানোর ক্ষমতা ছিল না। শরীরের একাধিক অংশে আঘাত করা হয়।
নির্যাতিতার মায়ের কথায়, ২২ বছর বয়সী তাঁর মেয়ে বলে চলেছিল “আমাকে বাঁচাও, আমি মরতে চাই না”।
ধর্ষণের পর অভিযুক্তরা নির্যাতিতাকে রিক্সায় তুলে বাড়ি পৌঁছে দেয় বলে জানা গিয়েছে।
Azamgarh: A minor girl was allegedly raped by her neighbour in Jiyanpur.
Police say, "The accused has been arrested. Further action is being taken." (30.09.2020) pic.twitter.com/6DDuOdKzKZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 30, 2020
বাড়ি ফেরার পর থেকেই তীব্র পেট যন্ত্রণায় ছটফট করে নির্যাতিতা। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে দ্রুত লখনউ নিয়ে যাওয়ার কথা জানায় চিকিৎসক। কিন্তু জৌনপুরের কাছেই মৃত্যু হয় তাঁর।
পুলিশের দাবী, অটোপসি রিপোর্টে নির্যাতিতা হাত এবং পা ভাঙার তথ্য সঠিক নয়। তবে অভিযুক্ত এবং নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তরপ্রদেশে পরপর দুটি মর্মান্তিক ঘটনার পর যোগী সরকারের তীব্র নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
हाथरस की मृतका के परिजनों को शासन के मूक आदेश पर प्रशासन ने दौड़ा-दौड़ाकर मारा है. अब जनता भी ऐसे ही इन सत्ताधारियों को दौड़ा-दौड़ाकर इंसाफ़ की चौखट तक खींच के ले जाएगी.
भाजपा के कुशासन का असली रंग जनता देख रही है. कपटियों का लबादा उतरते अब देर नहीं लगेगी. #Hathras#NoMoreBJP
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 1, 2020
ঘটনার পর উত্তরপ্রদেশের সরকারের বিরোধিতায় সরব হয়েছেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
हाथरस जैसी वीभत्स घटना बलरामपुर में घटी। लड़की का बलात्कार कर पैर और कमर तोड़ दी गई। आजमगढ़, बागपत, बुलंदशहर में बच्चियों से दरिंदगी हुई।
यूपी में फैले जंगलराज की हद नहीं। मार्केटिंग, भाषणों से कानून व्यवस्था नहीं चलती। ये मुख्यमंत्री की जवाबदेही का वक्त है। जनता को जवाब चाहिए।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 1, 2020
এক সিনিয়র পুলিশ অফিসারের তরফে জানানো হয়েছে, পরিবারের তরফে দুই জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, অভিযুক্তরা ডাক্তারের কাছে নিয়ে যায় এবং পরে ওই মহিলাকে ধর্ষণ করে। পরে পরিস্থিতি বেগতিক হলে বিক্সায় করে বাড়ি ছেড়ে দেয়।