দলে যোগ দেওয়ার পর বাড়তি দায়িত্ব পেলেন যশবন্ত সিনহা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূলে যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা ৷ তাঁকে দলের সহ-সভাপতি পদে নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷
শুধু তাই নয়, দলের জাতীয় ওয়ার্কিং কমিটিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে প্রবীণ এই নেতাকে ৷উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের মুখে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন বাজপেয়ী জমানার মন্ত্রী।
সোমবার একটি নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি ৷ ভোটের ঠিক আগেই গত 13 মার্চ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন যশবন্ত সিনহা ৷ যোগদানের আগে অসুস্থ তৃণমূল নেত্রীকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তিনি ৷ মমতার সঙ্গে তাঁর 45 মিনিট মতো কথাবার্তা হয় ৷
এরপর তৃণমূলে যোগ দিয়ে যশবন্ত সিনহা বলেছিলেন, ‘বাংলাই আগামীদিনের পথপ্রদর্শক হবে। এই বিধানসভা নির্বাচন কেবলমাত্র বাংলার জন্যই নয়, ২০২৪ সালের সরকার পরিবর্তনের লক্ষ্যেও বড় ভূমিকা পালন করবে। তাই দূর থেকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেই তৃণমূলে যোগদান। আমার সীমিত ক্ষমতা দিয়ে তাঁকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে লড়াই করব।’
সবুজ বদলে গেরুয়া আবিরে রাঙাচ্ছে বাঁকুড়া
মোদি-শাহের বিরুদ্ধে তোপ দেগে প্রবীণ এই নেতা বলেন, ‘মোদি-শাহের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবে।’ পাশাপাশি অটল বিহারী বাজপেয়ী সরকারের প্রসঙ্গ টেনে যশবন্ত সিনহা বলেছিলেন, ‘বাজপেয়ী জমানার বিজেপি আর এখনকার বিজেপি-র মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। বাজপেয়ী কখনও ভেদাভেদ করতেন না। কিন্তু, মোদি সরকার স্বেচ্ছাসার চালাচ্ছে। এদের লক্ষ্য যেন তেন প্রকারে ভোটে জেতা।’
এই সিদ্ধান্তের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শত্রুঘ্ন সিনহা। বিজেপি-র বিক্ষুব্ধ নেতা শত্রুঘ্ন অনেকদিন আগেই মোদি-শাহের সমালোচনা করে যশবন্তদের শিবিরে যোগ দিয়েছিলেন।
তিনি ট্যুইটারে লিখেছেন, ‘সাধারণ মানুষের দাবি মেনে যশবন্ত সিনহা সক্রিয় রাজনীতিতে ফেরায় সকলে উচ্ছ্বসিত। এটা দারুণ কামব্যাক। উনি বাংলার বাঘিনী, বাংলার মেয়ে ও দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষটির সঙ্গে গেলেন’। শত্রুঘ্ন সিনহার মুখেও সোমবার শোনা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান।
তিনি ‘খেলা হবে হ্যাশ ট্যাগ’ দিয়ে লিখেছেন, ‘আমি আশা করি উনি জয় পাবেন। যশবন্তজি, মমতাজি, আপনাদের দু’জনকেই শুভেচ্ছা’।