কলকাতার পর এবার হাওড়ায় করোনা আক্রান্ত ৩ পুলিশকর্মী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার পর এবার হাওড়ায় তিন পুলিশকর্মী করোনা আক্রান্ত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা সংস্পর্শে এসেছিল তৈরি হচ্ছে তাদের তালিকা।
পুলিশ সূত্রে খবর, হাওড়ার শিবপুর থানার দুই পুলিশ অফিসার ও বোটানিক্যাল গার্ডেন থানার এক পুলিশ কর্মী করোনা আক্রান্ত। ওই তিনজনেরই করোনা-পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানা গিয়েছে।
এদিকে হাওয়া জেলার বিভিন্ন থানায় করোনা-সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই হাওড়া সিটি পুলিশের কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জানিয়েছেন , শিবপুর ও বোটানিক্যাল গার্ডেন থানার তিনজন করোনা আক্রান্ত।
এরপরই তৎপরতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ওই তিন জনের সংস্পর্শে কে কে এসেছিলেন। তাদের তালিকাও তৈরি করা হচ্ছে। তারপর সেই সব পুলিশ অফিসার ও কর্মীকে কোয়রেন্টাইনে পাঠানো হবে।
আরও পড়ুনঃ কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই শুরু র্যাপিড অ্যান্টিবডি টেস্ট
করোনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একের পর এক আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরাও৷ করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার ওসি৷ পুলিশের মনোবল বাড়াতে ওই থানায় যান কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা৷।
সূত্রের খবর, ইতিমধ্যেই করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার ওসির পরিবারকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে৷ পাশাপাশি ওসির চালকও রয়েছে কোয়ারেন্টাইনে৷
এখানেই শেষ নয়, পুলিশ আধিকারিকের সংস্পর্শে আসা পুলিশ কর্মীদেরও পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে৷ তবে এখনই গার্ডেনরিচ থানা পুরোপুরি বন্ধ করার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা৷
শনিবার সকালে গার্ডেনরিচ থানায় যান সিপি৷ পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে প্রত্যেকের সঙ্গে কথাও বলেন তিনি৷
শনিবারই স্যানিটাইজ করা হয় গার্ডেনরিচ থানা৷ তাছাড়া আক্রান্ত ওসিকে বদলি করা হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে ৷ তার জায়গায় গার্ডেনরিচ থানার নতুন ওসি হচ্ছেন ময়ূখময় রায়৷ এমনটাই সূত্রের খবর৷
বুধবার সকালে এমআর বাঙুর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন গার্ডেনরিচ থানার ওসি৷ ফলে লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে৷