‘প্রস্তুতিতে খামতি ছিল না’, অলিম্পিক্স থেকে বিদায়ের পর হারের কারণ জানালেন সিন্ধু

প্যারিস অলিম্পিক্সে পিভি সিন্ধুকে নিয়ে ছিল পাহাড় প্রমাণ প্রত্যাশা। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন সিন্ধু। চিনের হে বিং জিয়াও-র কাছে হেরে অলিম্পিক্সে তৃতীয় পদক জয়ের স্বপ্ন অধরাই থাকল হায়দরাবাদী শাটলারের। ২৯ বছর বয়সী তারকা ভারতীয়ও স্বীকার করেছেন যে রক্ষণের ভুলই প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর জয়ের অন্তরায় হয়েছে।

হারের পর মুখ খুলেছেন ভারতীয় তারকা শাটলার। সিন্ধু তাঁর পরাজয়ের কারণ সম্পর্কে জানিয়েছেন, ‘এই ম্যাচে ডিফেন্সে সামান্য ভুলের ক্ষেত্রে আমার নিয়ন্ত্রণ করা উচিত ছিল যা আমি অনুভব করেছি। সবাই কঠোর পরিশ্রম করেছে, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্ত সব সময় ফলাফল অনুকূলে যায় না।

সিন্ধু আরও বলেছেন, ‘গোটা ম্যাচ জুড়েই আমি লড়াই চালিয়ে গিয়েছে আমরা দুজনেই প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করছিলাম কারণ, শেষ পর্যন্ত, আমাকে পরাজয় মেনে নিতে হয়েছে। এই জয়টা প্রতিপক্ষের কাছে সহজ ছিল না, আমার ক্ষেত্রেও পরাজয় মানা কঠিন। তাঁর জাম্প স্ম্যাশ গুলো ভালো ছিল। এমনকি আমার স্ম্যাশও, আমার মনে হয়, যেগুলো মিড-কোর্ট ছিল, সেগুলি যখন সে চ্যালেঞ্জ করছিল তখনই বেরিয়ে যাচ্ছিল। আমার সেই পয়েন্টগুলি পাওয়া উচিত ছিল যেখানে আমি সেই অপ্রয়োজনীয় ত্রুটিগুলি করেছি।

ম্যাচ হেরে অলিম্পিক্স থেকে বিদায় নিতে হলেও প্রস্তুতি নিয়ে কোনও অনুশোচনা নেই সিন্ধুর। তিনি বলেছেন, গেমসের জন্য র প্রস্তুতির বিষয়ে তাঁর কোন অনুশোচনা নেই, কারণ তিনি সেরা প্রস্তুতি নিয়েই প্যারিসে এসেছিলেন। সিন্ধুর জার্মানিতে একটি প্রশিক্ষণ শিবির ছিল এবং আরও ভাল প্রস্তুতির জন্য পরামর্শদাতা প্রকাশ পাড়ুকোনের সাথে বাহিনীতে যোগ দিয়েছিলেন। বিগত দুই অলিম্পিক্সে পরপর পদক জিতে ইতিহাস গড়েছিলেন পিভি সিন্ধু। প্যারিসেও ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন তারকা শাটলার। প্রথম দুই রাউন্ডে জিতে আশা জাগিয়েছিলেন সিন্ধু। কিন্তু শেষ ষোলোয় চিনের হে বিং জিয়াও-এর বিরুদ্ধে লড়াইটা সহজ হবে কা জানাই ছিল। টোকিওতে জিয়াও-কে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। এবার সেই জিয়াও স্ট্রেট সেটে হারিয়ে দিলেন ভারতীয় শাটলারকে।

২০২২ সালে কমনওয়েলথ গেমসের পরে গোড়ালির স্ট্রেস ফ্র্যাকচার থেকে মুক্তি পাওয়ার পর ২০২৩ সালের ২৭ অক্টোবর সিন্ধুর এমসিএল ছিঁড়ে যায়। চার বছর পর তিনি আবার দেশের জার্সিতে অলিম্পিক্সে খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। সেই সময় সিন্ধুর বয়স হবে ৩৩ বছর। ফলে সিন্ধুর অবসর নিয়েও জল্পনা বাড়ছে।

সম্পর্কিত পোস্ট