মমতার পরেই গোয়া যাচ্ছেন রাহুল, বিধানসভা নির্বাচনে প্রচার শুরু কংগ্রেসের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২২ এর গোয়া নির্বাচনকে ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পর কংগ্রেস (Congress) কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গোয়া (Goa) রওনা দিচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানে কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি।

২০২২ এর নির্বাচনের আগে বদলে গিয়েছে পশ্চিম উপকুলের রাজনৈতিক প্রেক্ষাপট। এবার সম্মুখ সমরে দুই রাজনৈতিক দম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। চলতি মাসে কংগ্রেস থেকে তৃণমূলে আসা লুজিনহো ফেলেরিও বর্তমানে তৃণমূলের ট্রাম্পকার্ড৷ তাঁর হাত ধরেই কংগ্রেস থেকে তৃণমূলে আসতে শুরু করেছেন একাধিক নেতৃত্ব।

এমত অবস্থায় দলের সংগঠন ধরে রাখতে অক্ষম হচ্ছে কংগ্রেস নেতৃত্ব। তাই ২২ এর নির্বাচনের দিকে তাকিয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গোয়ায় উপস্থিত হবেন রাহুল গান্ধী।

এর আগে অবশ্য দু’দিনের গোয়া সফরে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মীদের চাঙ্গা করতে বিশেষ বার্তা দেবেন তিনি। এরপরেই কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন রাহুল গান্ধী।

সম্পর্কিত পোস্ট