দলনেত্রীর ধমকানির পরেই মুছে দেওয়া হল পোস্টার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার মালদহের সুজাপুরে দলীয় কর্মীদের নিয়ে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ওঠা অভিযুক্ত জেলার নেতৃত্বদের সতর্ক করেন দলনেত্রী। তৃণমূল  সুপ্রিমোর ধমকানোর পরেই তড়িঘড়ি মুছে ফেলা হল নীহার রঞ্জন ঘোষ ঘনিষ্ঠ সুজিত সাহার পোস্টার। 

অভিযোগ, তৃণমূলের তরফে পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই ইংরেজবাজার পুরসভার ২৩ নং ওয়ার্ডে সুজিত সাহার নামে পোস্টার পড়ে। এমনকি সুজিত সাহার হয়ে পুরপিতা নীহার রঞ্জন ঘোষ প্রচার করছেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর অভিযোগ অমুলক নয়, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

  যদিও এ বিষয়ে সেদিন নীহার রঞ্জন ঘোষ বলেন,কেউ তার নামে দেওয়াল লিখন করতে পারে। তবে সে যে দলের প্রার্থী এটা বলা যায় না। দল যা সিদ্ধান্ত নেবে সেই মত প্রার্থী হবে।

দলের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জনিয়েছিলেন মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নুর। 

বুধবার দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে এনে জেলা নেতৃত্বদের সাবধান করে দেন তৃণমূল নেত্রী। এমনকি গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে দলের নেতৃত্বদের দায়িত্ব ভাগ করে দেন তিনি। তারপরেই মুছে দেওয়া হয় পোস্টার। 

সম্পর্কিত পোস্ট