মুম্বাইয়ের পর হাওড়াতেও ট্রেন চালানোর প্রস্তুতি !

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আড়াই মাসের দীর্ঘ লকডাউন কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে কলকাতা-সহ গোটা রাজ্য। কলকাতায় ইতিমধ্যেই চালু হয়েছে সরকারি বাস-ট্রামের মতো গণ পরিবহণ পরিষেবাগুলি। চলছে অটো, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বেসরকারি বাস।

এই অবস্থায় হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি শুরু হল।লোকাল ট্রেন চালু হলে স্বাভাবিকভাবেই পরিবহণ ব্যবস্থা অনেকটাই মসৃণ হবে !

এদিন থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছে পুরোদমে। এদিন হাওড়ার সিকিউরিটি কমিশনার আরপিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি হাওড়া ডিভিশনের সব স্টেশনেই চলছে প্রস্তুতি। স্টেশনগুলির খুঁটিনাটি তথ্য তলব করেছেন সিকিউরিটি কমিশনার। সূত্রের খবর, স্টেশনে ঢোকা-বেরোনর গেট কতগুলি? স্টেশন থেকে কত যাত্রীর যাতায়াত?

সমস্ত তথ্য বিশ্লেষণ করা হবে। তথ্য বিশ্লেষণের পর স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

গঙ্গারামপুর ফুলবাড়িতে দুর্ঘটনা, মৃত ১, আহত ৬

যদিও দক্ষিণ-পশ্চিম ডিভিশনের ডিআরএম ইশাক খান জানিয়েছেন এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে না। এই নিয়ে যে খবর ছড়িয়েছে তার কোনও বাস্তব ভিত্তি নেই ।  শীঘ্রই হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালু হতে চলেছে এই খবরকে কার্যত ভুয়ো বলে জানিয়ে দিলেন ডিআরএম ।

তিনি বলেন, এই মুহূর্তে হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালু হওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা । পরে এর মেয়াদ আরও বাড়ানো হবে কি না তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা এসে পৌঁছায়নি ।

এদিকে মুম্বইয়ে আজ থেকেই চালু হয়ে গেছে লোকাল ট্রেন পরিষেবা । তবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা এই ট্রেনে যাতায়াত করতে পারবেন । বিশেষ অনুমতিপত্র থাকলেই যাতায়াত করতে পারবেন তাঁরা ।

বাকিদের অযথা স্টেশন চত্বরে ভিড় করতে নিষেধ করা হয়েছে । প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত চলবে এই ট্রেনগুলি ।

সম্পর্কিত পোস্ট