অবসর নিলেও পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পদে কাজ চালিয়ে যাবেন বীরেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার সদ্য অবসর নেওয়া রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র কে আগামী দু’বছরের জন্য রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে। আগামী দু’বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ করা হয়েছে।উল্লেখ্য গত মাস থেকেই তিনি রাজ্য পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার চাকরি থেকে অবসর নিলেও পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পদে তিনি কাজ চালিয়ে যাবেন বলে নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে ওই একই দিনে অবসর নেওয়া রাজ্যের আরেক আইপিএস আধিকারিক মৃত্যুঞ্জয় কুমার সিং কে হোমগার্ড বাহিনীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং পদাধিকারবলে হোম গার্ড বাহিনীর ডিজি ও কমান্ডান্ট জেনারেল পদে পুনর্নিয়োগ করা হয়েছে। তাকেও আগামী দুই বছর ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ বাহিনীর রাজনীতিকরণ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে তাকে পাল্টা কটাক্ষ করেছেন। পুলিশ দিবস উপলক্ষে আজ রাজ্যপাল টুইটারে বাহিনীকে শুভেচ্ছা জানান।
পুজোর আগেই রাজ্যে উপনির্বাচন, রাজ্যকে তৈরী থাকার নির্দেশ নির্বাচন কমিশনের
একইসঙ্গে পুলিশের রাজনীতিকরণ গণতন্ত্রের জন্য বিপদ বলে তিনি উল্লেখ করেন।পানাগড়ের এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ উত্থাপন করে কারো নাম না মুখ্যমন্ত্রী বলেন ,হাজারটা ভাল কাজ করতে গেলে একটা ভুল হতে পারে। তা নিয়ে গোটা ফোর্সকে বদনাম করা উচিত নয়। যাঁরা করছেন, তাঁদের শুভবুদ্ধির উদয় হোক। কলকাতা ও রাজ্য পুলিশের কর্মীদের অসাধারণ কাজের জন্য মুখ্যমন্ত্রী কুর্নিশ জানিয়েছেন।
এদিকে সারা রাজ্যের পাশাপাশি কলকাতাতেও আজ পুলিশ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।কলকাতা পুলিশের সদর লাল বাজারে আয়োজিত অনুষ্ঠানে শহরের পুলিশ কমিশনার সৌমেন মিত্র করোনা পরিস্থিতিতে মানুষকে সতর্ক থাকার বার্তা দেন। সাধারণ মানুষকে মাস্ক পরার ও দূরত্ব বজায় রাখার তিনি অনুরোধ জানান।
একই সঙ্গে পুলিশ কমিশনার সাইবার ক্রাইম নিয়ে মানুষকে সতর্ক হওয়ার বার্তাও দিয়েছেন। পুলিশ দিবস উপলক্ষে কলকাতা পুলিশের তরফে রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন জায়গায় আজ পুলিশ ব্যান্ডের অনুষ্ঠান ,মাস্ক বিতরণ , পথের পশুদের খাবার দেওয়া সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়।