১৫ জুন থেকে এবার রেশনে মিলবে ডাল, ঘোষণা রাজ্য সরকারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চাল, গমের সঙ্গে এবার মিলবে রেশন দোকানে বিনামূল্যে ডালও। রাজ্য সরকারের তরফ থেকে পরিবার পিছু মাসে এক কেজি করে ডাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, খাদ্য সাথী প্রকল্পে জুন, জুলাই ও অগস্ট মাসে এই ডাল দেওয়া হবে।
তিনি আরও জানান, সকলেই এই সুবিধা পাবেন না। যাঁদের কাছে এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ড রয়েছে তাঁরাই একমাত্র ডাল পাবেন। সরকারের ঘোষণা মতো ১৫ জুন থেকে পরিবার পিছু প্রথমে এক কেজি করে মুসুর ডাল দেওয়া হবে।
এর পরে জুলাই ও অগস্ট মাসে একই ভাবে বিনামূল্যে পরিবার পিছু এক কেজি করে মুগ ডাল দেওয়া হবে।
করোনা সংক্রমণের মধ্যে ভিড় এড়াতে এখন একবারে গোটা মাসের রেশন নেওয়ার সুবিধা দিচ্ছে খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর।
সেই সুবিধার কথা স্মরণ করিয়েই বলা হয়েছে, মাসের দ্বিতীয়ার্ধে গেলে এক সঙ্গে চাল, আটা ও ডাল সম্পূর্ণ বিনামূল্যে একসঙ্গে নিয়ে নেওয়া যাবে।
একই সঙ্গে জানানো হয়েছে অন্নপূর্ণ অন্ত্যোদয় প্রকল্পের কার্ড যাঁদের আছে তাঁর এই সময়ে ১৩.৫০ টাকা কেজি দরে চিনিও কিনতে পারবেন।
ম্যাজিক ডিটক্স স্প্রে রেড জোনকে গ্রীন জনে রূপান্তরিত করার ক্ষমতা রাখে দাবি প্রস্তুতকারী সংস্থার
বিগত সময়ে ডাল নিয়ে রাজ্য রাজনীতি কিছু কম হয়নি। প্রথমে কেন্দ্রের তরফেই জানানো হয়েছিল লকডাউন চলাকালীন সময়ে মাথাপিছু সবাইকে ১ কেজি করে ডাল দেওয়া হবে প্রতি মাসে। কেন্দ্র সরকার সেই ডাল রাজ্যগুলিকে পৌঁছে দেওয়ার ভার দেয় কেন্দ্রীয় সংস্থা নাফেডকে।
এরপরই বাংলার রাজ্যপাল ট্যুইট করে অভিযোগ তোলেন যে কেন্দ্র ডাল পাঠালেও সেই ডাল রাজ্যবাসীকে দেওয়া হচ্ছে না। কিন্তু সেই ট্যুইটে যে সত্যি কথা বলে হয়নি সেটা আবার পাল্টা তুলে ধরেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যে মাথা পিছু ১ কেজি করে ডাল দিতে হলে প্রতি মাসে প্রায় ১৪ হাজার মেট্রিক টন ডাল লাগবে। কিন্তু নাফেড এপ্রিল আর মে মাস মিলিয়ে মোট ১০ হাজার মেট্রিক টনের বেশি ডাল দিতেই পারেনি। রাজ্যপাল ইচ্ছাকৃত ভাবে মিথ্যা কথা বলছেন। নাফেড থেকেও এই সময় জানিয়ে দেওয়া হয় প্রয়োজনের তুলনায় মুগ ও মুসুর ডালের বরাদ্দ না থাকায় বাংলাকে ডাল পাঠানো যায়নি।
তবে কেন্দ্র থেকে ডাল না এলেও এবার রাজ্য সরকারের তরফে শুরু হয়ে যাচ্ছে পরিবার পিছু ১ কেজি করে মুসুর অথবা মুগ ডাল দেওয়ার পালা।