সাত দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভালো রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবারই তাঁকে ছুটি দেওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। এদিন সকাল বেলাতেই বাড়ি ফিরলেন তিনি।
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি। খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে। এই মুহুর্তে রাইলস টিউব খুলে দেওয়া হয়েছে। যেহেতু তাঁর ফুসফুসের অবস্থা ভালো নয়, তাই বিশেষ নিয়মকানুনের মধ্যে থাকতে হবে তাঁকে।
এদিন তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং হাসপাতাল সুপার। ৭ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধবাবু।
আরও পড়ুনঃ সংকটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, খুব শীঘ্রই বাড়ি ফিরছেন তিনি
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে রাতে ভালো ঘুমিয়েছেন বুদ্ধবাবু। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন তিনি। মঙ্গলবার ছুটি দেওয়া হলেও বুদ্ধবাবুর সঙ্গে তাঁর বাড়ি অবধি ছিলেন মেডিক্যাল টিমের সদস্যরা।
রাইলস টিউব খুলে ফল এবং শক্ত খাবার আগে থেকেই খেতে শুরু করেছেন বুদ্ধবাবু। খাওয়া যাতে না কমে যায় সেইজন্য একেবারেই রাইলস টিউব খুলতে চাইছিলেন না চিকিৎসকরা। মঙ্গলবার ছুটি পেলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাঁকে৷ প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা চলবে।
বহুদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। গত ৯ ডিসেম্বর উডল্যান্ড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এরপর ৪৮ ঘন্টা ভেন্টিলেশনে ছিলেন তিনি। শরীরে অক্সিজেনের স্যাচুরেশন কমে যায়। এখন বুদ্ধবাবুর রক্তচাপ, পালস রেট সমস্ত স্বাভাবিক।
বাড়িতেই বাইপ্যাপ, অক্সিজেন সহ সমস্ত ব্যবস্থা রয়েছে। চলবে ফিজিওথেরাপি। সেই সমস্ত কিছু মঙ্গলবার বুদ্ধবাবুর বাড়ি পৌঁছানোর পর দেখে নিলেন চিকিৎসকরা।