ট্যুইটারে বিদ্যুৎ ও জরুরি পরিষেবা দফায় দফায় তথ্য প্রদান সরকারের
দ্য কোয়ারি ওয়েবডেস্ক:বিদ্যুৎ ও জরুরি পরিষেবা স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার।
রাজ্যবাসীকে ট্যুইট মারফৎ একথা জানাল রাজ্য সরকার।সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভ প্রশমিত করতে রবিবার স্বরাষ্ট্র দফতরের তরফে দফায় দফায় ট্যুইট করে মানুষকে পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে।
এদিন স্বরাষ্ট দফতরের তরফে জানানো হয়, সিইএসই ও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক করতে দিনরাত এক করে কাজ চলছে। সেনা-এনডিআরএফ-র সহায়তায় গাছ সরানো হচ্ছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের চারদিন পরেও অনেক জায়গায় বিদ্যুৎ আসেনি,নেই পানীয় জল। বিদ্যুত্ ও জলের দাবিতে সাধারণ মানুষ অধৈর্য হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।
এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র দফতর ট্যুইট করে জানাল, বিদ্যুত্ ও জরুরি পরিষেবা স্বাভাবিকের আপ্রাণ চেষ্টা করছে রাজ্য সরকার। সিইএসসি ও বিদ্যুত্ বন্টন সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দিনরাত এক করে কাজ হচ্ছে।
সেনা-এনডিআরএফের সহায়তায় গাছ সরানো হচ্ছে। এছাড়া অধিকাংশ পানীয় জল সরবরাহের প্ল্যান্টে বিদ্যুত্ ফিরেছে। অধিকাংশ হাসপাতালেও বিদ্যুত্ ফিরেছে, জানিয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুত্ বণ্টন সংস্থা।
অধিকাংশ সেচ দফতরের পাম্পিং স্টেশন চালু হয়েছে। ট্যুইট করে জানাল স্বরাষ্ট্র দফতর।
এদিকে এদিন সিইএসই তরফে স্বরাষ্ট্র দফতরকে জানানো হয়েছে,কলকাতার বেশিরভাগ এলাকাতেই ইতিমধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক।
ট্যুইটার হ্যান্ডেলে সিইএসই-র রিপোর্টের কথা উল্লেখ করা বলা হয়েছে, ইতিমধ্যেই যাদবপুর, সেলিমপুর, মুকুন্দপুর, সার্ভে পার্ক, পাটুলি, রিজেন্ট এস্টেট, এনএসসি বসু রোড, বেহালা চৌরাস্তা, জেমস লং সরণি, শিলপাড়া, লেকটাউন, যশোররোড, নাগেরবাজার, রাসবিহারী কানেক্টর, বিবি চ্যাটার্জি রোড বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।
রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা রিপোর্টে বলা হয়েছে, গড়িয়া, বাঁশদ্রোণী, কেষ্টপুর, বাগুইআটি, তেঘরিয়া, সল্টলেক, নিউটাউন, বারাসত, তমলুক, এগরা, কাঁথি, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, গয়েশপুর, কল্যাণীর বেশিরভাগ এলাকাতেই এখন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক।