টালা ব্রিজের পর তালিকায় নাম লেখাচ্ছে চিংড়িঘাটা ব্রিজ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মাঝের হাট ব্রিজ বিপর্যয়ের পর থেকেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। একের পর এক রাজ্যের সমস্ত উড়ালপুল গুলির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিনকয়েক আগেই টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করে উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সেই মোতাবেক শুরু হয়েছে টালা ব্রিজ ভেঙে ফেলার কাজ। সেই তালিকায় এবার নাম লেখাল চিংড়িঘাটা ব্রিজ।

আরও পড়ুনঃ ৬৯ দিন পর খুলল শাহিনবাগের রাস্তা

বেশ কয়েকদিন ধরেই পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে চিংড়িঘাটা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করছিলেন বিশেষজ্ঞদের একটি দল।তখনই বিশেষজ্ঞরা ব্রিজটি ভেঙে ফেলার কথা জানায় রাজ্য সরকারকে।

সেই পরামর্শ অনুযায়ী এবার চিংড়িঘাটা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য সরকারের তরফে। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ডিপিআর জারি করা হয়েছে।

চিংড়িঘাটা ব্রিজ ভেঙে মাঠপুকুর থেকে চিংড়িঘাটা হয়ে নিউটাউন পর্যন্ত তৈরি হবে নতুন ব্রিজ।

এতে বাইপাসের যানজট এড়ানো অনেকক্ষেত্রে সম্ভব হবে বলে এই সিদ্ধান্ত জানা গিয়েছে নবান্ন সূত্রে।

প্রসঙ্গত, গত বছর আগষ্ট মাস থেকে কালীঘাট ব্রিজ ও চিংড়িঘাটা উড়ালপুলে ভারী যান চলাচল বন্ধ করার নির্দেশ দেয় কেএমডিএ|

কেএমডিএ-র ব্রিজ মনিটরিং কমিটির সদস্যরা কালীঘাট ব্রিজ ও চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে জানায় এই দুই উড়ালপুলের স্তম্ভগুলি বিপজ্জনক অবস্থায় আছে। এরপরেই প্রশাসন তরিঘরি সিদ্ধান্ত নেয় এই সেতুর উপর দিয়ে আপাতত বন্ধ থাকবে ভারী যান চলাচল| তারপরই এই ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে বিপুল কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

অন্যদিকে, টালা ব্রিজ ভাঙার ফলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যান চলাচলের রুট।

উত্তরমূখী যানের ক্ষেত্রে চিত্তরঞ্জন অ্যভিনিউ ধরে আসা বাস-মিনি বাস জেএম অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাবে।

বিধান সরণী, এপিসি রোড ধরে আসা কিছু বাস-মিনিবাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে উত্তরে গ্যালিফ স্ট্রিট ধরে লকগেট ফ্লাইওভার ধরবে। সল্টলেক, ভিআইপি রোড, রাজারহাট গামী বাস-মিনি যথারীতি বেলগাছিয়া রোড ও বেলগাছিয়া ব্রিজ ধরে চলাচল করছে।

দক্ষিণমুখী যানের ক্ষেত্রে বাস-মিনি বাসগুলি বিটি রোড থেকে চিড়িয়া মোড় হয়ে দমদম রোড, সেভেন ট্যাঙ্কস, নর্দান অ্যভিনিউ, রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় যাচ্ছে।

কিছু বাস-মিনিবাস আবার বিটি রোড থেকে পাইকপাড়া মোড় হয়ে রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় যাচ্ছে।

দক্ষিণমুখী ছোট যানগুলির ক্ষেত্রে গাড়ি চিড়িয়ামোড় থেকে খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোড, গিরিশ অ্যাভিনিউ হয়ে চিত্তরঞ্জন অ্যভিনিউ বা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে যেতে পারবে।

বিটি রোড থেকে আসা দক্ষিণমুখী গাড়িগুলি পাইকপাড়া হয়ে রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়েও শ্যামবাজারের দিকে যেতে পারবে।

ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিশের টোল ফ্রি ১০৭৩-তে ফোন করার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

সম্পর্কিত পোস্ট