মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সামাজিক দূরত্ব মেনে রেক চালানোর প্রস্তুতি শুরু করল মেট্রো

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১ জুলাই থেকে কলকাতায় মেট্রো পরিষেবা চালু করার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সে কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই করোনা প্রটোকল মেনে মেট্রো চালানোর প্রস্তুতি শুরু হয়ে গেল। করােনা সতর্কতায় যাবতীয় সামাজিক দূরত্ব বিধি মেনে আসনসংখ্যা পিছু যাত্রী পরিবহনের প্রস্তাব মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই অনুসারেই
সমস্ত ধরনের প্রস্তুতি শুরু করে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো তরফেই জানানাে হয়েছে কেন্দ্রের অনুমােদন পেলেই খুব অল্প সময়ের নােটিশে তারা পরিষেবা চালু করতে প্রস্তুত। প্রতিটি মেট্রোতে আসন সংখ্যার বেশি যাত্রী যেন কোনভাবে প্লাটফর্মে প্রবেশ করতে না পারে তার জন্য কিছুনিয়মে বদল করা হচ্ছে।

আমফানের ক্ষতিপূরণের আবেদনকারীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মেট্রোতে একগুচ্ছ নিয়মঃ 

  • এতদিন যেখানে থাকি গেট দিয়ে যাত্রীরা ঢুকতে এবং বের হতে তার বদলে একটি গেট দিয়ে যাত্রীরা ঢুকবেন এবং অন্য গেট দিয়ে যাত্রীরা বেরােবেন।
  • প্রতি মেট্রো পিছু যাত্রীসংখ্যা প্লাটফর্মে প্রবেশ করে গেলে সঙ্গে সঙ্গে এন্ট্রি গেট বন্ধ করে দেওয়া হবে।
  • টিকিট কাউন্টারে প্রবেশের আগে প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্যানিং করা হবে।
  • মাস্ক না পরলে কোন যাত্রীকে মেট্রো স্টেশনে ঢুকতে দেওয়া হবে না।
  • আরপিএফ থেকে শুরু করে সমস্ত মেট্রো কর্মীরা পিপিই স্যুট পরে ডিউটিতে থাকবেন।
  • প্লাটফর্মে যাত্রীদের বসার জন্য চেয়ার থাকছে,
  • এখানেও দুজন যাত্রীর মাঝের চেয়ারটিতে চিহ্নিত করে দেওয়া হচ্ছে যাতে সেখানে কোনাে যাত্রী বসতে না পারেন।

নির্দিষ্ট আসন সংখ্যার বেশি যাত্রীদের ঢুকতে না দিলে কোনভাবে যাত্রী বিক্ষোভ বা মেট্রো কর্মীদের উপরে আক্রমণের চেষ্টা হলে তা প্রতিহত করার জন্য কলকাতা পুলিশের সাহায্য নিয়ে কিভাবে সুস্থভাবে মেট্রো পরিষেবা দেওয়া যায় তা নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে আলােচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট